রিলায়েন্স জিওর নতুন এই ডেটা ভাউচার প্ল্যান অর্থাৎ 'ফুটবল বিশ্বকাপ ডেটা প্যাকের' দাম ২২২টাকা, এটি শুধুমাত্র একটি ডেটা-ভাউচার। এতে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০ দিনের বৈধতা এবং ৫০ জিবি হাই স্পিড ডেটা। অর্থাৎ এই ডেটা ভাউচার প্ল্যানে ১ জিবি ডেটার জন্য গ্রাহকদের প্রতিদিন ৪.৪৪ টাকা দিতে হবে। যেহেতু, এটি একটি ডেটা অ্যাড-অন প্ল্যান, তাই, সক্রিয় প্ল্যানের ডেটা ব্যবহার করার পরেই ব্যবহারকারীরা এই ভাউচারের ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে ৫০জিবি ডেটা সম্পূর্ণরূপে ব্যবহার করার পরে, ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ পরিকল্পনা -
লক্ষ্যণীয় বিষয় হল এই প্ল্যানটি শুধুমাত্র ৩০ দিনের জন্য বৈধ। রিলায়েন্স জিওর এই প্ল্যানটি বিশেষভাবে ফুটবলভক্তদের জন্য চালু করা হয়েছে যাতে তারা JioCinema বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারে। রিলায়েন্স জিওর এই প্ল্যানটি কোম্পানির পোর্টফোলিওতে কতদিনের জন্য পাওয়া যাবে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য দেয়নি কোম্পানি। এটা সম্ভব যে ফিফা বিশ্বকাপের পরে, সংস্থাটি এই প্ল্যানটি বন্ধ করে দিতে পারে।
রিলায়েন্স জিওর নতুন ২২২ টাকার প্ল্যান কোম্পানির ওয়েবসাইট এবং MyJio অ্যাপের মাধ্যমে কেনা যাবে। এছাড়াও রিলায়েন্স জিও ৩০ দিনের বৈধতার সঙ্গে ১৮০ টাকা, ২৪০ টাকা এবং ৩০১ টাকার ডেটা ভাউচারও অফার করে। এর মধ্যে যথাক্রমে ৩০ জিবি, ৪০ জিবি এবং ৫০ জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। কিন্তু এই নয়া প্ল্যানে শুধুমাত্র ২২২ টাকায় কোম্পানি ৩০ দিনের বৈধতার সঙ্গে ৫০ জিবি ডেটা অফার করছে।