iQOO 9 SE প্রাথমিক ভাবে ৩৩ হাজার ৯৯০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে এই ডিভাইসটি অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের মাধ্যে মাত্র ২৯ হাজার ৯৯০ টাকায় কিনতে পারবেন যে কেউ। অর্থাৎ এতে গ্রাহকরা প্রায় ৪ হাজার টাকার ছাড় পাচ্ছেন। এছাড়াও গ্রাহকরা এই অফারে এইচডিএফসি বা এসবিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ক্ষেত্রে ফোনটির মূল্য হয়ে দাঁড়াবে প্রায় ২৭ হাজার ৯৯০ টাকায়।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
শুধু তাই নয়, গ্রাহকরা এই স্মার্টফোনে নো-কস্ট ইএমআই অপশনেরও সুবিধা নিতে পারবেন। এছাড়াও এই ফোনে গ্রাহকদের জন্য এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রাহকরা সর্বোচ্চ ১৫ হাজার ২০০ টাকার ছাড় দিয়ে ফোনটি ক্রয় করতে পারেন।
শক্তিশালী প্রসেসর সহ iQoo 9 SE স্মার্টফোনের ফিচারের কথা বলতে হলে, এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, গেমিং স্পিডের জন্য অন্যতম সেরা মানের রিফ্রেশ রেট। এছাড়াও এতে একটি ৬.৬২ ইঞ্চির AMOLED ডিসপ্লেও রয়েছে। এই ডিসপ্লের ব্রাইটনেস লেভেল 1300nits, যা গেমিংয়ের জন্য আদর্শ। এছাড়াও এটি HDR10+ সার্টিফিকেশন সহ উপলব্ধ। ব্যবহারকারীরা এটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাহায্যেও ব্যবহার করতে পারবেন।
iQoo-এর এই স্মার্টফোনটিতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর রয়েছে। এই ফোনটি Android 12 জেন বেসড প্রসেসরে চলে। ফটোগ্রাফির জন্য এর ব্যাক ক্যামেরায় একটি ৪৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা বসানো রয়েছে। এর ব্যাটারি পাওয়ার 4500mAh এবং এরই সঙ্গে এতে 66W ফাস্ট চার্জিং সাপোর্টও উপলব্ধ রয়েছে। যাঁরা সর্বদা স্মার্টফোনে গেম খেলতে ভালোবাসেন তাঁদের জন্য এই ডিলটি সেরা পছন্দের তালিকায় থাকতে চলেছে বলাই যায়!