ভারতে iPhone 13-এর নতুন মডেলের দাম শুরু হবে প্রায় ৬৯,৯০০ টাকা থেকে। আর এই ফোনের বুকিং শুরু হবে ১৭ই সেপ্টেম্বর বিকাল ৫.৩০ থেকে। অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরের (Apple India Online Store) মাধ্যমে বুকিং করতে হবে।
জেনে নিন iPhone 13 সিরিজের বিভিন্ন মডেল ও ভারিয়েন্টের দাম (iPhone 13 Series Price in India) - iPhone 13 Mini-র ১২৮ জিবির দাম হবে প্রায় ৬৯,৯০০ টাকা, ২৫৬ জিবির দাম হবে প্রায় ৭৯,৯০০ টাকা, ৫১২ জিবির দাম হবে প্রায় ৯৯,০০০ টাকা। iPhone 13 Mini ফোনের মডেল পাওয়া যাবে গোলাপি, নীল, লাল ইত্যাদি রঙের। iPhone 13 এর ১২৮ গিবির দাম হবে প্রায় ৭৯,৯০০ টাকা, ২৫৬ জিবির দাম হবে প্রায় ৮৯,৯০০ টাকা, ৫১২ জিবির দাম হবে প্রায় ১,০৯,৯০০ টাকা। iPhone 13 ফোনের মডেল পাওয়া যাবে গোলাপি, নীল, লাল ইত্যাদি রঙের।
advertisement
iPhone 13 Pro-এর ১২৮ জিবির দাম হবে প্রায় ১,১৯,৯০০ টাকা, ২৫৬ জিবির দাম হবে প্রায় ১,২৯,৯০০ টাকা, ৫১২ জিবির দাম হবে প্রায় ১,৪৯,৯০০ টাকা। iPhone 13 Pro-এর ফোনের মডেল পাওয়া যাবে সিরিয়া নীল, সিলভার, গোল্ড এবং গ্রাফাইট রঙের।এই ফোনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর স্টোরেজ ১ টিবি। iPhone 13 Pro Max-এর ১২৮ জিবির দাম হবে প্রায় ১,২৯,৯০০ টাকা, ২৫৬ জিবির দাম হবে প্রায় ১,৫৯,৯০০ টাকা, ৫১২ জিবির দাম হবে প্রায় ১,৭৯,০০০ টাকা। iPhone 13 Pro Max -এর ফোনের মডেল পাওয়া যাবে সিরিয়া নীল, সিলভার, গোল্ড এবং গ্রাফাইট রঙের।
জানা গিয়েছে যে, অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরে (Apple India Online Store) ১৭ সেপ্টেম্বর এর বুকিং শুরু হলেও ২৪ সেপ্টেম্বর থেকে এর ডেলিভারি শুরু হবে। iPhone 13 সিরিজের iPhone 13 Mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max এই তিনটি মডেলের বুকিংই এক সঙ্গে শুরু হবে।