TRENDING:

ফোন থেকে ম্যালওয়্যার রিমুভ করতে বিনামূল্যের টুল আনল সরকার, জেনে নিন ব্যবহারের পদ্ধতি

Last Updated:

স্মার্টফোন সুরক্ষিত রাখতে টেলিকমিউনিকেশন বিভাগ নিয়ে এসেছে বিনামূল্যের ‘বট রিমুভাল টুল’। এই সম্পর্কে সচেতনতা বাড়াতে জনগণের কাছে এসএমএস মারফত বার্তা পাঠাচ্ছে সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একবিংশ শতাব্দী প্রযুক্তির যুগ। গোটা বিশ্বই হাতের মুঠোয়। এক ক্লিকেই পাড়ি দেওয়া যায় তেপান্তরে। কিন্তু এই সাইবার বিশ্বে স্মার্টফোন, কম্পিউটারের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে বার বার। সবচেয়ে বেশি ক্ষতি হয় ‘ম্যালওয়্যার অ্যাটাকে’। এই সমস্যার মোকাবিলায় এবং স্মার্টফোন সুরক্ষিত রাখতে টেলিকমিউনিকেশন বিভাগ নিয়ে এসেছে বিনামূল্যের ‘বট রিমুভাল টুল’। এই সম্পর্কে সচেতনতা বাড়াতে জনগণের কাছে এসএমএস মারফত বার্তা পাঠাচ্ছে সরকার।
advertisement

ইতিমধ্যে অনেকেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টেক্সট বার্তা পেয়েছেন। তাতে লেখা, ‘সাইবার সুরক্ষিত থাকুন। আপনার ভিভাইসকে বটনেট সংক্রমণ এবং ম্যালওয়্যার থেকে রক্ষা করতে ভারত সরকার সিইআরটি-আইএন-এর মাধ্যমে csk.gov.in থেকে ‘ফ্রি বট রিমুভাল টুল’ ডাউনলোড করার সুপারিশ করছে’। এই মেসেজ আসলে অনলাইন ব্যবহারকারীদের ডিভাইসগুলিকে বটনেট সংক্রমণ এবং ম্যালওয়্যার হামলা থেকে রক্ষা করার জন্য সতর্কবার্তা।

advertisement

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

এখন প্রশ্ন হল, বটনেট সনাক্তকরণ বিষয়টা ঠিক কী? অনলাইন ইউজাররা বিনামূল্যের এই টুল কোথা থেকে পাবেন? সরকারের ঘোষণা অনুযায়ী, আমজনতা বিনামূল্যে সাইবার স্বচ্ছতা কেন্দ্র পোর্টাল থেকে ম্যালওয়্যার সনাক্তকরণ সরঞ্জামগুলি পেতে পারেন। এই পোর্টালটি, বটনেট ক্লিনিং এবং ম্যালওয়্যার বিশ্লেষণ কেন্দ্র নামেও পরিচিত, ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-আইএন)-এর পরিচালনায় ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (আইএসপিএস) এবং অ্যান্টিভাইরাস কোম্পানিগুলির সহযোগিতায় কাজ করে। এই পোর্টাল ব্যবহারকারীদের সিস্টেম বা ডিভাইস সুরক্ষিত রাখতে তথ্য এবং সরঞ্জাম সরবরাহ করে।

advertisement

বটনেট ইনফেকশন কী: বটনেট হল স্মার্টফোন বা কম্পিউটারের মতো ডিভাইসের একটি নেটওয়ার্ক যা ‘বট’ নামক ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। ডিভাইস একবার সংক্রমিত হলে বা বটনেটের অংশ হয়ে গেলে, ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা সংক্রমিত কম্পিউটারটিকে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে স্প্যাম পাঠানো, আউটগোয়িং এবং ইনকামিং টেক্সট পাঠানো, কল ব্লক করা এমনকী নেট ব্যাঙ্কিংয়ের বিবরণ, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডের মতো তথ্য হ্যাকারদের হাতে চলে আসে।

advertisement

ম্যালওয়্যার ও বটনেট রিমুভ করার পদ্ধতি:

প্রথমে www.csk.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।

ক্লিক করতে হবে ‘সিকিউরিটি টুলস’-এ।

অ্যান্টিভাইরাস কোম্পানি নির্বাচন করতে হবে, ইউজার যার বট রিমুভাল টুল ব্যবহার করতে চান।

টুল ডাউনলোড করতে ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করতে হবে।

উইন্ডোজ ব্যবহারকারীরা ই-স্ক্যান অ্যান্টিভাইরাস, কে৭ সিকিউরিটি, কুইক হিল ডাউনলোড করতে পারেন।

advertisement

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ‘ই স্ক্যান সিইআরটি-আইএন বট রিমুভাল’ বা ‘এম কবচ ২’ ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড হয়ে গেলে ডিভাইসে ‘রান’ করাতে হবে।

অ্যাপ ম্যালওয়্যার খুঁজতে ডিভাইস স্ক্যান করতে শুরু করবে এবং কোনও সংক্রমণ পাওয়া গেলে তা সরিয়ে দেবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোন থেকে ম্যালওয়্যার রিমুভ করতে বিনামূল্যের টুল আনল সরকার, জেনে নিন ব্যবহারের পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল