Google Pixel 6a স্মার্টফোনটি এখন মাত্র ৩০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয় গ্রাহকরা ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলের সাহায্যে এটিতে আরও অতিরিক্ত ছাড় পেতে পারেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, স্মার্টফোনটির আসল বাজার মূল্য ৪৩,৯৯৯ টাকা। ই-কমার্স ওয়েবসাইট Flipkart মারফত ওই একই ফোনে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে সম্পূর্ণ ২৯ শতাংশ ছাড় দেওয়ায় Google Pixel 6a স্মার্টফোনটির দাম প্রায় ৩০,৯৯৯ টাকায় নেমে এসেছে। অর্থাৎ ফোনটিতে প্রায় ১৩,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ফোনটিতে গ্রাহকরা বিভিন্ন ব্যাঙ্ক অফারও পাবেন। গ্রাহকরা ফেডারেল ব্যাঙ্কের এসপিআই কার্ডে প্রায় ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন৷ এখানেই শেষ নয়, ফোনে ১৮,৫০০ টাকা পর্যন্ত একটি দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। তবে এক্সচেঞ্জ অফারে উপলব্ধ ডিসকাউন্ট বিভিন্ন ফোনের রেঞ্জের ওপর নির্ভর করছে। যে সকল গ্রাহকরা এই সমস্ত অফারের সাহায্য নেবেন তাঁরা মাত্র ১০,৯৯৯ টাকায় Google Pixel 6a স্মার্টফোনটি কিনতে পারবেন।
Google Pixel 6a স্মার্টফোনটিতে ডুয়াল টোন রঙ এবং একটি নতুন ডিজাইনও পাবেন ক্রেতারা। এতে একটি ৬.১-ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও Google ফোনটিতে নতুন Tensor চিপ প্যাক ও মেটেরিয়াল ইউ থিমের সঙ্গে Android 13-এর ফিচারও যুক্ত করেছে। তবে Pixel 4a-এর মতোই এটি ডুয়াল ১২ এমপি ক্যামেরা এবং একটি 4410mAh ব্যাটারি দ্বারা তৈরি, এরই সঙ্গে ফোনে থাকছে 18W চার্জিং সাপোর্ট। যাঁরা এতদিন ধরে Google Pixel 6a স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন তাঁরা এবারে খুব অল্প দামেই স্মার্টফোনটি কিনে নিতে পারেন।