iQOO সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইট মারফত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থা তাদের ভারতীয় শাখার জন্য চিফ গেমিং অফিসার বা CGO পদে নিয়োগের জন্য উঠে-পড়ে লেগেছে। অবশ্য, এই নিয়োগ চুক্তিভিত্তিক, মাত্র ৬ মাসের জন্য যোগ্য এবং উত্তীর্ণ প্রার্থী এই কাজে বহাল থাকবেন। কিন্তু এই ৬ মাসের স্বল্প পরিসরে কাজের জন্যই সংস্থা প্রার্থীকে দেবে ১০ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন:
আসলে, মোবাইল ফোনও এখন গেমিংয়ের ব্যাপারে কতটা সাবলীল, তা কেনাকাটার ক্ষেত্রে একটা বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। এই ক্ষেত্রে নিজেদের পারফরম্যান্স প্রতিযোগীর তুলনায় উন্নতমানের রাখতে একাধিক টেস্টিংয়ের প্রয়োজন হয়। যেমন, গেম খেলে দেখা তা মোবাইলে কতটা ঠিকঠাক ভাবে চলছে, সেই সঙ্গে সংস্থার নিজস্ব গেম নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দানের ব্যাপারটা তো আছেই। এই সব পরখ করে দেখতেই চিফ গেমিং অফিসার নিয়োগ করতে চাইছে iQOO।
আরও পড়ুন:
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় হতে হবে, বয়সসীমা ১৮ বছর থেকে ২৫ বছর। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ রতে হবে, এর পর প্রার্থীর স্ক্রিনিং হবে। সেই সময়েই গ্রহণ করা হবে আবেদন। এর পরের ধাপে থাকবে গেমিং রাউন্ড এবং অডিশন। আবেদন করতে হবে ১১ জুন, ২০২৩ তারিখের মধ্যে।
আরও পড়ুন:
গেমপ্লে, গেমিং স্টাইল, গেমিং প্রেজেন্টেশন- এই সব কিছু নিয়ে কাজ করার সময়ে মনোনীত প্রার্থী দেশের সেরা গেমারদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, তাঁকে সাহায্যের জন্য থাকবে iQOO-এর পেশাদাররাও। এবার কি তাহলে রেজিস্ট্রেশন করে দেখা যায়?