৩ মাসের বিলের জিওফাইবার ব্রডব্যান্ড পোস্টপেইড
সম্প্রতি তিন মাসের পেমেন্টের রিলায়েন্স জিওফাইবার ব্রডব্যান্ড পোস্টপেইড বিল প্ল্যান ইন্টারনেট ব্যবস্থায় আরও সুবিধা নিয়ে এসেছে। যদি ব্রডব্যান্ড প্ল্যান আপগ্রেড করার সঙ্গে ছোট উইন্ডোর জন্য টাকা দিতে হয় কিংবা রিনিউয়াল করার সময় কিছুটা কম খরচ করতে চাই আমরা, অথবা অর্ধ-বার্ষিক এবং বার্ষিক পরিকল্পনার চেয়ে কম ব্যয় করতে চাই, তাহলে এই ত্রৈমাসিক প্ল্যানটি উপযুক্ত হবে। তবে এক্ষেত্রে প্ল্যানের সুবিধার সামান্য পরিবর্তন হতে পারে। কারণ এই বিভাগের জিওফাইবার প্ল্যানগুলি ১০০এমবিপিএস স্পিডে শুরু হয় যেখানে অন্যান্য পেমেন্টের বিভাগে এন্ট্রি স্পেসিফিকেশন ৩০এমবিপিএস প্ল্যান থাকে। এক্ষেত্রে ৩ মাসের ১০০এমবিপিএস প্ল্যানের খরচ পড়বে ২০৯৭ টাকা, যেখানে ১৫০এমবপিএস-এর জন্য ২৯৯৭ টাকা, ৩০০এমবিপিএস স্পিডের জন্য ৪৪৯৭ টাকা, ৫০০এমবিপিএস স্পিডের জন্য ৭৪৯৭ টাকা এবং ১জিবিপিএস-এর জন্য ১১,৯৯৭ টাকা দিতে হবে। সমস্ত প্ল্যানে আনলিমিটেড ডেটা এবং সহজেই অ্যামাজন প্রাইম (Amazon Prime), ডিজনি + হটস্টার (Disney+ Hotstar), নেটফ্লিক্স (Netflix) এবং আরও অনেক ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে। তবে এই বিভাগে ১০০এমবিপিএস প্ল্যানে ভ্যালু যোগ হওয়ায় আর কোনও সাবস্ক্রিপশন নেই।
advertisement
৬ মাসের জিওফাইবার ব্রডব্যান্ড পোস্টপেইড
সমস্ত জিওফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহার এবং ওয়্যারলাইন ফোন থেকে বিনামূল্যে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলের সুবিধা রয়েছে। এই ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে সিমেট্রিক স্পীড রয়েছে অর্থাৎ সব প্ল্যানে একই আপলোড এবং ডাউনলোডের স্পিড পাওয়া যাবে। ৬ মাসের বিলের প্ল্যানটি নিলে ৩০এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যানের জন্য ২৩৯৪ টাকা দিতে হবে, যেখানে ৬ মাসের ১০০এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যানের দাম ৪১৯৪ টাকা।
আবার ৬ মাসের ১৫০এমবিপিএস প্ল্যানের দাম হল ৫৯৯৪ টাকা এবং একইসঙ্গে আমাজন প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টার ভিআইপি (Disney+ Hotstar VIP), সোনি লাইভ (Sony Liv), জি৫ (Z5), সান এনএক্সটি (Sun NXT), ভুট সিলেক্ট (Voot Select), ভুট কিডস (Voot Kids), এএলটিবালাজি (AltBalaji), হইচই (Hoichoi), শেমারো মি (ShemarooMe), লায়নসগেট প্লে (Lionsgate Play), ডিসকভারি+ (Discovery+), এরোজ নাও (Eros Now), জিওসিনেমা (Jiocinema) এবং জিওসাভন (JioSaavn) সাবস্ক্রিপশনের সুবিধা থাকবে। বেশি স্পিডের প্ল্যান নিলে নেটফ্লিক্সও এই তালিকায় রয়েছে। এই প্ল্যানগুলি হল- ৬ মাসের ৩০০এমবিপিএসসের জন্য ৮৯৯৪ টাকা, ৫০০এমবিপিএস প্ল্যানের খরচ ১৪৯৯৪ টাকা এবং একই সময়সীমায় ১জিবিপিএস প্ল্যানের জন্য দিতে হবে ২৩৯৯৪ টাকা।
১২ মাসের জিওফাইবার ব্রডব্যান্ড পোস্টপেইড
এক বছরের জিওফাইবার ব্রডব্যান্ড প্ল্যান নিলে ১২ মাসে ৩০এমবিপিএসে ৪৭৮৮ টাকা, ১০০এমবিপিএসে ৮৩৮৮ টাকা, ১৫০এমবিপিএসে ১১,৯৮৮ টাকা, ৩০০এমবিপিএসে ১৭,৯৮৮ টাকা, ৫০০৩এমবিপিএসে ২৯,৯৮৮ টাকা এবং ১জিবিপিএস ব্রডব্যান্ডের জন্য ৪৭,৯৮৮ টাকা দিতে হবে। এক্ষেত্রেও আনলিমিটেড ডেটা ব্যবহার এবং বিনামূল্যে লোকাল ও ন্যাশনাল ভয়েস কল সহ একই ভিডিও অ্যাপ সাবস্ক্রিপশন করা যাবে।