Asus Zenfone Max M1-এর উপরে রয়েছে ৩২% ছাড়। এই সেলে ৩জিবি RAM + ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ৬,৪৯৯ টাকায়। এই ফোনে আসল দাম ৯,৫৯৯ টাকা। মানে আপনি পেয়ে যাচ্ছেন ৩,১০০ টাকার ছাড়।
Asus Max Pro M1- এর উপরে রয়েছে ৬ হাজার টাকার ছাড়। এই সেলে Asus Max Pro M1-এর ৪জিবি RAM+ ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে রয়েছে ৪২% ডিসকাউন্ট। এই সেলে মাত্র ৮,৯৯৯ টাকায় আপনি এই ফোনটি বাড়ি নিয়ে যেতে পাড়বেন। এই ফোনটির আসল দাম ১৫,৫৯৯ টাকা।
advertisement
এই কার্ডে রয়েছে অফার - HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পেয়ে যাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও যদি গ্রাহক Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিস কেনেন তো পেয়ে যাবেন ৫% আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। যদি কোনও গ্রাহক পেমেন্টের জন্য Axis Buzz ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ৫% ডিসকাউন্ট।