TRENDING:

আজ থেকে শুরু জিও হাঙ্গামা অফার, জেনে নিন পাঁচটি অজানা তথ্য

Last Updated:

ফিচার ফোনের দুনিয়ায় জিও বিপ্লব। বাড়িতে পুরোন ফিচার ফোন থাকলে তার বদলেই মিলবে নতুন জিও ফোন। খরচ মাত্র পাঁচশো এক টাকা। কোটি কোটি ভারতীয়কে ডিজিট্যাল লাইফে অভ্যস্ত করতেই এই উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  ফিচার ফোনের দুনিয়ায় জিও বিপ্লব। বাড়িতে পুরোন ফিচার ফোন থাকলে তার বদলেই মিলবে নতুন জিও ফোন। খরচ মাত্র পাঁচশো এক টাকা। কোটি কোটি ভারতীয়কে ডিজিট্যাল লাইফে অভ্যস্ত করতেই এই উদ্যোগ। পোশাকি নাম মনসুন হাঙ্গামা অফার। সীমিত সময়ের এই অফার শুরু হবে আগামী একুশে জুলাই। নতুন জিও ফোনে আটটি ইনবিল্ড জিও অ্যাপ্লিকেশন থাকছে। যার মধ্যে জিও সিনেমা, জিও টিভি, জিও মিউজিকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও রয়েছে। অর্থাৎ, এই ফোনে সিনেমা ও লাইভ টিভি-র পাশাপাশি আনলিমিটেড মিউজিক ভিডিও-ও দেখা যাবে। আগামী পনেরোই অগাস্ট থেকে জিও ফোনে আরও চারটি নতুন অ্যাপ্লিকেশন-ও লঞ্চ হবে। এগুলি হল, হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইউটিউব ও গুগল ম্যাপ। এছাড়া, জিও ফোনে কাজ করবে ভয়েস কমান্ডও।
advertisement

আরও পড়ুন: গ্রাহকদের জন্য সুখবর! ফের নতুন অফার নিয়ে হাজির জিও

আজ বিকেল ৫টা থেকে শুরু হবে এই অফার ৷ যে কোনও ব্র্যান্ডের ফিচার ফোন এক্সচেঞ্জ করে পেতে পারেন নতুন জিও ফোন ৷ এই অফার পেতে Jio.com বা MYJIO অ্যাপে গিয়ে রেজিষ্টার করতে হবে ৷

আরও পড়ুন: ২জিবি RAM-ফুল ভিউ এইচডি ডিসপ্লে, এবং...! Vivo-র ₹৯ হাজারি চাল

advertisement

জিও ফোনে মিলবে গুগলের ভয়েস অ্যাসিস্টেন্ট ৷ হিন্দি ও ইংরেজি দুটি ভাষাটেই এটা পরিষেবা মিলবে ৷ ন্যানো স্লিম স্লট ও একটি মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে ৷

আরও পড়ুন: ভোটাভুটিতে যোগ দেবে না শিবসেনা, অনাস্থা প্রস্তাব শুরুর আগেই জোরদার ধাক্কা বিজেপির

জিও ফোনে মিলবে জি টিভির পরিষেবা ৷ ৪০০ বেশি চ্যানেল লাইভ দেখা যাবে ৷ পাশাপাশি থাকবে জিও মিউজিক ও জিও সিনেমা ৷

advertisement

নতুন ফোনে মিলবে ওয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের পরিষেবা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৪৯ বা ১৫৩ টাকার রিচার্জে মিলবে আনলিমিটেড কলিংয়ের পরিষেবা ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আজ থেকে শুরু জিও হাঙ্গামা অফার, জেনে নিন পাঁচটি অজানা তথ্য