আগামী ১৫ অগাস্ট থেকেই নতুন জিওফোন বাজারে আনছে সংস্থা ৷ ওইদিন থেকেই হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মতো অ্যাপগুলি পাওয়া যাবে জিওফোনে ৷ নতুন জিওফোন নেওয়ার জন্য সবচেয়ে ভাল অফার হল নিজের পুরোনো ফিচার ফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফার ৷ এই অফারে মাত্র ৫০১ টাকায় পাওয়া যাবে জিওফোন ৷ শিক্ষা থেকে বিনোদন সবই পাওয়া যাবে এক আঙুলের ছোঁয়ায় ৷
advertisement
১. আরও বেশি সংখ্যক মানুষ উন্নত প্রযুক্তি ব্যবহারে সক্ষম হবে
স্মার্টফোন এদেশের সব মানুষের পক্ষে হয়তো ব্যবহার করা সম্ভব হয় না ৷ কিন্তু জিওর কম দামে এই স্মার্ট-ফিচার ফোনই ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে ৷ শহর থেকে প্রত্যন্ত গ্রামেও এখন মানুষ জিওফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন ৷ দেশের ৫০০ মিলিয়ন ( ৫০ কোটি) মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করেন ৷ অনেক জায়গাতেই ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি ৷ সেই ছবি এবার বদলাতে চলেছে জিও ৷ ইতিমধ্যেই আড়াই কোটিরও বেশি ভারতীয় জিওফোন ব্যবহার করছেন ৷ দেশের সব জায়গায় ডেটা পৌঁছে দেওয়াই জিও-র মূল লক্ষ্য ৷
২. মনসুন হাঙ্গামা অফার
জিওফোনের মনসুন হাঙ্গামা অফারে অনেক বেশি লাভবান হতে চলেছেন গ্রাহকরা ৷ ২০ জুলাই থেকেই গ্রাহকরা তাদের যে কোনও ব্র্যান্ডের পুরোনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে নতুন জিওফোন নিতে পারবেন ৷ মাত্র ৫০১ টাকায় এই ফোন পাবেন তাঁরা ৷ তাই আর দেরি না করে নিজেদের পুরোনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে নতুন জিওফোন নেওয়ার কথা ভাবতেই পারেন ৷
৩. আরও উন্নত অ্যাপ ইকোসিস্টেম
বিশ্বের সেরা এবং জনপ্রিয় অ্যাপসগুলি থাকবে নতুন এই জিওফোনে ৷ একটা স্মার্টফোনে যে অ্যাপগুলি থাকে, সেগুলি এবার জিও স্মার্ট ফিচার ফোনেও পাওযা যাবে ৷ আগামী ১৫ অগাস্ট থেকেই নতুন জিওফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপগুলি পাওয়া যাবে ৷ এই ফোনের কলিং, ভয়েস কমান্ড ফিচারগুলিও অনেক ভাল ৷ উন্নত মানের ব্রাউজার, ভিডিও দেখা এবং গান শোনার জন্যও দারুণ এই জিওফোন ৷