TRENDING:

এবার আরও আকর্ষণীয় গুগল ম্যাপ,অ্যান্ড্রয়েডে এলো ম্যাপের ডার্ক মোড

Last Updated:

ফিচারটি গত বছরের সেপ্টেম্বর থেকে পরীক্ষা করছিল গুগল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার ডার্ক মোডে গুগল ম্যাপস ৷ আর এই 'গুগল ম্যাপস ডার্ক মোড' পুরোদমে চলে এলো অ্যান্ড্রয়েড ডিভাইসে। ফিচারটি গত বছরের সেপ্টেম্বর থেকে পরীক্ষা করছিল গুগল। এই প্রযুক্তির প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে, সকলেই অল্পবিস্তর অবসাদের মধ্য দিয়ে যাচ্ছে। শীঘ্রই গুগল ম্যাপসের পার্ক মোড গোটা বিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে চলে আসবে ৷ যা ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ৷ এটি ব্যবহারে বাঁচবে ব্যাটারি লাইফও ৷ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন তাঁরা।
advertisement

সংবাদমাধ্যমের এক প্রতিবেদন বলছে, একবার গুগল ম্যাপস আপডেটেড হয়ে গেলে, গোটা ফোনের জন্যই এটিকে চালনা করে নেওয়া যাবে। এজন্য ব্যবহারকারীকে সেটিংস ৷ থিম অপশনে গিয়ে ‘অলওয়েজ ইন ডার্ক থিম’ নির্বাচন করে দিতে হবে।

এটি বাদেও ‘অ্যান্ড্রয়েড অটো’র জন্য আপডেট নিয়ে এসেছে গুগল। কাস্টমাইজড ওয়ালপেপারের পাশাপাশি অ্যান্ড্রয়েড অটো’তে এখন গেমেরও দেখা মিলবে। লম্বা সফরের সময়ে ব্যবহারকারীরা ভয়েস ব্যবহৃত হয় এমন বিভিন্ন গেম খেলে সময় পার করতে পারবেন। শুধু “হেই গুগল, প্লে আ গেম” বললেই চালু হয়ে যাবে গেম।

advertisement

অ্যান্ড্রয়েড অটো ডিসপ্লে ভাগ করার ফিচারও আসছে। এতে মিডিয়া নিয়ন্ত্রণের পাশাপাশি ম্যাপস দেখা সম্ভব হবে। এ ছাড়াও অ্যান্ড্রয়েডের জন্য পাসওয়ার্ড চেকআপ নিয়ে হাজির হচ্ছে গুগল। গুরুত্বপূর্ণ তথ্য বা ব্যবহারকারীর পাসওয়ার্ড হ্যাকারের হাতে চলে গিয়েছে কি না সে ব্যাপারে সতর্কতা জানাবে ফিচারটি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগামী দিনে অ্যান্ড্রয়েড ৯ এবং তার পরবর্তী সংস্করণের জন্য আসবে পাসওয়ার্ড চেকআপ। অ্যান্ড্রয়েড ডিভাইসে আগে থেকে সেভ করে রাখা পাসওয়ার্ড ও নতুন কোনো পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করবে এটি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার আরও আকর্ষণীয় গুগল ম্যাপ,অ্যান্ড্রয়েডে এলো ম্যাপের ডার্ক মোড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল