অর্থাৎ উভয় অফার মিলিয়ে গ্রাহকরা প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই অফারটি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। এবারে জেনে নিই যে Realme 8s 5G দুটি ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকছে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
advertisement
Realme 8s 5G সেটটি 6GB + 128GB এবং 8GB + 128GB পর্যন্ত ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধেও দিচ্ছে। এর প্রারম্ভিক মূল্য মাত্র ১৭,৯৯৯ টাকা।
Realme 8s 5G-এর স্পেসিফিকেশন
এবারে আসা যাক এর স্পেসিফিকেশনের বিষয়ে। ফোনটিতে একটি 6.5-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 90Hz এর রিফ্রেশ রেট এবং 600 nits-এর সর্বোচ্চ ব্রাইটনেস প্রদান করবে। ডিভাইসটি 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধেও দেবে। এটিতে 5 GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে। এছাড়াও ফোনটিতে Dimensity 810 5G চিপসেট ইনস্টল করা হয়েছে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
ব্যাটারি ব্যাকআপ
ডিভাইসটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধে রয়েছে। এতে রয়েছে 5000mAh ব্যাটারি ব্যাকআপ এবং 33W দ্রুত চার্জিং সাপোর্টার। Android 11-এর OS, Realme UI 2.0-র ওপর কাজ করবে। কানেকটিভিটির জন্য কোম্পানি ফোনে 5G, 4G, Wi-Fi, GPS এবং USB Type-C পোর্টের মতো আরও নানা অপশন দিয়েছে সংস্থা।
ক্যামেরা
Realme 8s 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে LED ফ্ল্যাশ সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সুবিধে। এছাড়াও ফোনটিতে একটি কালো ও সাদা পোর্ট্রেট লেন্স এবং একটি ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও দেওয়া হয়েছে।