ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড়ে৷ গ্রীষ্মের ছুটিতে দাদু ঠাম্মার কাছে বেড়াতে আসছিলেন ওই তরুণী৷ তাঁর আসলে উত্তরপ্রদেশের ইটা জেলার বাসিন্দা৷ বর্তমানে ফরিদাবাদের অন্য একটি গ্রামে থাকেন৷ বল্লভগড়ে যাওয়ার সময় তাঁর পকেটে ছিল মোবাইল ফোনটি৷ বাস বল্লভপুর আড্ডা চকে পৌঁছানোর পর মুহূর্তেই প্যান্টের থাকা ফোনের ব্যাটারি ফেটে যায়৷ যুবতীর কথায় তৎক্ষনাৎ আগুন লেগে ওই স্থান ঝলসে যায়৷
advertisement
ভয়ঙ্কর এই ঘটনার পর যুবতীকে বল্লভগড় সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়৷ এখানকার আপদকালীন চিকিৎসা বিভাগের চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করেন৷ সেই তরুণীর পরিবারের লোকজনকেও খবর পাঠানো হয়৷
কী বললেন তরুণীর বাবা?
আহত যুবতীর বাবা সঞ্জীব বাবু বলেন গ্রামে যাচ্ছিলেন মেয়ে৷ সঙ্গে ছিল মোবাইল ফোন৷ সেই ফোন ফেটে গিয়েই এমন বিপত্তি৷ মেয়ের চোট নিয়েও চিন্তিত বাবা৷
অবশ্য মোবাইল বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও বহুবার শোনা গিয়েছে৷ ব্যাটারির গরম হয়ে বিস্ফোরনের ঘটনা ক্রমশ বাড়ছে৷