TRENDING:

Mobile Phone Blast: প্যান্টের পকেটে মোবাইল রাখার আগে সাবধান! এই তরুণীর সঙ্গে যা হল, শুনলে চমকে উঠবেন

Last Updated:

সাধের মোবাইলটি এক মুহূর্ত কাছে না থাকলে নিজেকে যেন অচল মনে হয়৷ কিন্তু জানেন পকেটে থাকা আপনার ফোনটি সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে৷ সম্প্রতি এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন এক তরুণী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিয়ানা: মোবাইল ছাড়া আজকাল একমুহূর্ত ভাবা যায় না৷ ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেকদিন ফোনের ওপর নির্ভরতা আরও বাড়ছে৷ সাধের মোবাইলটি এক মুহূর্ত কাছে না থাকলে নিজেকে যেন অচল মনে হয়৷ কিন্তু জানেন পকেটে থাকা আপনার ফোনটি সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে৷ সম্প্রতি এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন এক তরুণী৷ পকেটে থাকা ফোনটি ব্লাস্ট হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷
প্যান্টের পকেটে মোবাইল রাখার আগে সাবধান! এই তরুণীর সঙ্গে যা হল, শুনলে চমকে উঠবেন
প্যান্টের পকেটে মোবাইল রাখার আগে সাবধান! এই তরুণীর সঙ্গে যা হল, শুনলে চমকে উঠবেন
advertisement

ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড়ে৷ গ্রীষ্মের ছুটিতে দাদু ঠাম্মার কাছে বেড়াতে আসছিলেন ওই তরুণী৷ তাঁর আসলে উত্তরপ্রদেশের ইটা জেলার বাসিন্দা৷ বর্তমানে ফরিদাবাদের অন্য একটি গ্রামে থাকেন৷ বল্লভগড়ে যাওয়ার সময় তাঁর পকেটে ছিল মোবাইল ফোনটি৷ বাস বল্লভপুর আড্ডা চকে পৌঁছানোর পর মুহূর্তেই প্যান্টের থাকা ফোনের ব্যাটারি ফেটে যায়৷ যুবতীর কথায় তৎক্ষনাৎ আগুন লেগে ওই স্থান ঝলসে যায়৷

advertisement

ভয়ঙ্কর এই ঘটনার পর যুবতীকে বল্লভগড় সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়৷ এখানকার আপদকালীন চিকিৎসা বিভাগের চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করেন৷ সেই তরুণীর পরিবারের লোকজনকেও খবর পাঠানো হয়৷

কী বললেন তরুণীর বাবা?

আহত যুবতীর বাবা সঞ্জীব বাবু বলেন গ্রামে যাচ্ছিলেন মেয়ে৷ সঙ্গে ছিল মোবাইল ফোন৷ সেই ফোন ফেটে গিয়েই এমন বিপত্তি৷ মেয়ের চোট নিয়েও চিন্তিত বাবা৷

advertisement

অবশ্য মোবাইল বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও বহুবার শোনা গিয়েছে৷ ব্যাটারির গরম হয়ে বিস্ফোরনের ঘটনা ক্রমশ বাড়ছে৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mobile Phone Blast: প্যান্টের পকেটে মোবাইল রাখার আগে সাবধান! এই তরুণীর সঙ্গে যা হল, শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল