TRENDING:

সবে এসেছে বাজারে, দাম ২০ হাজারের মধ্য়েই, লেটেস্ট আপডেটের সেরা ফোন চান? সঙ্গে থাক এই তালিকা

Last Updated:

Smartphones Under Rs. 20000: যে সকল গ্রাহক একটি নতুন এবং আধুনিক ফিচার যুক্ত স্মার্টফোন ক্রয় করার কথা ভাবছেন, তাঁদের জন্য রয়েছে বেশ কয়েকটি সেরা ফোনের তালিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Smartphones Under Rs. 20000: জুলাই মাসে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২। অনেকেই জনপ্রিয় এই ফোনের লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এই ফোন ছাড়াও ২০২৩ সালের জুনে বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ হয়েছে। অতএব, লেটেস্ট আপডেটের সেরা ফোন চাইলে এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকা।
advertisement

ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে জুন মাস। বিভিন্ন জনপ্রিয় মোবাইল কোম্পানি, এই মাসে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যেই রয়েছে বেশ কিছু আধুনিক ফিচার যুক্ত স্মার্টফোন। যে সকল গ্রাহক একটি নতুন এবং আধুনিক ফিচার যুক্ত স্মার্টফোন ক্রয় করার কথা ভাবছেন, তাঁদের জন্য রয়েছে বেশ কয়েকটি সেরা ফোনের তালিকা।

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

advertisement

Vivo Y36 –

এই স্মার্টফোনটি ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজে যুক্ত, যার দাম ১৬,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যায়। এই ফোন Meteor Black এবং Vibrate Gold রঙের বিকল্পে পাওয়া যায়। Vivo Y36 স্মার্টফোনটিতে একটি ৬.৬৪ ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১০৮০x২৩৮৮ পিক্সেল এবং ৯০HZ রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটিতে একটি ৫০MP প্রাইমারি ক্যামেরা এবং ১৬MP সেলফি ক্যামেরা রয়েছে।

advertisement

Redmi Note 12 –

এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটি Qualcomm এর Snapdragon ৪ Gen ১ প্রসেসরের সঙ্গে আসে এবং এর ডিসপ্লে ১২০HZ রিফ্রেশ রেট যুক্ত। এই ফোনের স্ক্রিনে ১২০০ নিটস পিক ব্রাইটনেস এবং FHD+ রেজোলিউশন রয়েছে। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে একটি ৪৮ MP প্রাথমিক সেন্সর, ৮ MP আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ২MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। Redmi Note 12 ফোনে একটি ৫০০০mAh ব্যাটারি পাওয়া যায়, যা ৩৩W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

advertisement

iQOO Z7 –

এই ফোনে একটি ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০HZ। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 920 SoC প্রসেসরের সঙ্গে আসে, যা একটি গেমিং প্রসেসর। ফটোগ্রাফির জন্য ফোনটিতে একটি ৬৪ MP রিয়ার প্রাইমারি ক্যামেরা এবং ১৬ MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। গ্রাহকরা মাত্র ১৮,৯৯৯ টাকায় iQOO Z7 ফোন ক্রয় করতে পারবেন।

advertisement

আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম

Moto G73 –

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটি একটি ৬.৫ ইঞ্চির LCD ডিসপ্লে সহ পাওয়া যায়, যার রিফ্রেশ রেট ১২০HZ। এই Motorola ফোনটিতে একটি MediaTek Dimensity ৯২০ SoC প্রসেসর রয়েছে যা ৮ জিবি RAM যুক্ত। ফটোগ্রাফির জন্য ফোনটিতে একটি ৫০ MP প্রাইমারি শ্যুটার এবং ৮ MP আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সবে এসেছে বাজারে, দাম ২০ হাজারের মধ্য়েই, লেটেস্ট আপডেটের সেরা ফোন চান? সঙ্গে থাক এই তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল