এ বার আমরা ROG 6 এবং Pro-এর মধ্যে ফিচারের কী কী পার্থক্য রয়েছে, তা দেখে নিই। এই দুটি স্মার্টফোনেই ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৬৫Hz রিফ্রেশ রেট স্ক্রিন ও ৭২০Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া রয়েছে।
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
advertisement
দুটি ফোনেই ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সঙ্গে ২.৫ডি কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। ROG 6 Pro ফোনটির পিছন দিকে একটি সেকেন্ডারি পি-মোলেড ডিসপ্লে রয়েছে, যা কাস্টমাইজ করা যায়। এই পুরো সিরিজটিই ১২জিবি এবং ১৮জিবি র্যাম, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট দ্বারা চালিত। এতে গ্রাহকদের ১৫৬ জিবি এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজের সুবিধেও দেওয়া হয়েছে। নতুন কুলিং সিস্টেম ফিচার-সহ এই স্মার্টফোনগুলি ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম।
উভয় ROG Phone 6 ডিভাইসে একই ক্যামেরা সেট-আপ রয়েছে। এতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX766 সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। ডিভাইসের সামনে ১২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও রয়েছে।
এ ছাড়াও Asus ROG 6 সিরিজের ফোনে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট, ৬,০০০mAh ব্যাটারি প্যাকও দেওয়া রয়েছে। ROG 6-এর অন্যতম ফিচারের বাইপাস চার্জিং সাপোর্ট সিস্টেম, যার সাহায্যে ব্যবহারকারীরা ডিভাইসে ব্যাটারি এবং গেম রিজার্ভ করতে পারবেন।