TRENDING:

মধ্যবিত্তের নাগালে ৯.৭ ইঞ্চি ডিসপ্লের অ্যাপেল আইপ্যাড, জেনে নিন কত দাম

Last Updated:

আধখাওয়া আপেলটিকে পছন্দ করেন না এমন টেকপ্রেমী মানুষের সংখ্যা হাতে গুণে বলা যাবে ৷ ফোন থেকে ল্যাপটপ, ঘড়ি থেকে আইপ্যাড- অ্যাপেলের সমস্ত প্রডাক্ট নিয়েই টেক স্যাভিদের উত্তেজনা থাকে চরমে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আধখাওয়া আপেলটিকে পছন্দ করেন না এমন টেকপ্রেমী মানুষের সংখ্যা হাতে গুণে বলা যাবে ৷ ফোন থেকে ল্যাপটপ, ঘড়ি থেকে আইপ্যাড- অ্যাপেলের সমস্ত প্রডাক্ট নিয়েই টেক স্যাভিদের উত্তেজনা থাকে চরমে ৷ এ বার বাজারে এল অ্যাপেল আইপ্যাডের নতুন একটি মডেল ৷ মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে নতুন এই আইপ্যাডের দাম ৷ দেখে নেওয়া যাক কী কী রয়েছে আইপ্যাডে ৷
advertisement

আরও পড়ুন: Oppo F7 নাকি Vivo V9 ? কোনটা বেশি ভাল

• ৯.৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এতে ৷

• রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা ৷

• অ্যাপেল পেন্সিল(স্টাইলাস) সাপোর্ট করবে এই আইপ্যাডে ৷

• A10 fusion চিপ পেয়ে যাবেন এতে ৷

• পাবেন ৯.৭ ইঞ্চি রেটিনা ডিসপ্লে ৷

• সিলভার, স্পেস গ্রে এবং গোল্ড এই তিন রঙে পাওয়া যাবে এই আইপ্যাড ৷

advertisement

• ২ লক্ষ এডুকেশন অ্যাপ রয়েছে এতে ৷

• ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ পাবেন এই আইপ্যাডে ৷

• টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এতে ৷

• ভারতে এর দাম পড়বে ২৮ হাজারের কাছাকাছি ৷

• এপ্রিলেই ভারতে আসবে নতুন এই আইপ্যাড ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন: ডুয়াল ক্যামেরা, ওয়ারলেস চার্জিং নিয়ে Xiaomi-র নতুন ফোন এল বাজারে

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মধ্যবিত্তের নাগালে ৯.৭ ইঞ্চি ডিসপ্লের অ্যাপেল আইপ্যাড, জেনে নিন কত দাম