এই মাসের শুরুতে আইফোন ১৪ সিরিজ বাজারে আসার পর থেকে আইফোন ১২-এর দামে বড় পতন দেখা গিয়েছে। স্মার্টফোনটি যদিও প্রায় দু’বছর আগে বাজারে এসেছিল, তবু এখনও এর বিক্রি তেমন টাল খেতে দেখা যায়নি। আসলে ৫জি কানেক্টিভিটি সক্ষম স্মার্টফোন হিসেবে iPhone 12 বিশেষ করে এর উচ্চ মানের ভিডিওগ্রাফির জন্য এখনও অপ্রতিদ্বন্দ্বী সে কথা বলাই যায়। বর্তমানে, iPhone 12-র সব থেকে কম রেঞ্জের ৬৪ জিবি মডেল ৫৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে এবং ১২৮ জিবি মডেলের দাম পড়ছে ৬৪,৯০০ টাকা।
advertisement
কিন্তু তা পাওয়া যেতে পারে আরও কম দামে। আসলে অ্যামাজন-এর ‘Great Indian Festival’-এ বাড়তি ছাড় দেওয়া শুরু করেছে। এই মুহূর্তে Amazon আইফোন ১২-র সব থেকে কম রেঞ্জের ৬৪ জিবি মডেলের দাম ধার্য করেছে ৪৯,৯০০ টাকা এবং ১২৮ জিবি মডেলের দাম ৫৬,৯০০ টাকা। এ ছাড়াও ৬৪,৯০০ টাকায় পাওয়া যেতে পারে ২৫৬ জিবি মডেলটিও।
আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি
গ্রাহকরা লাল, কালো, নীল এবং সাদা যে কোনও রঙের ফোন বেছে নিতে পারেন। শুধু তাই নয় অ্যামাজন ১৪,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে।
২০২০ সালে বেশ বড়সড় আপডেট নিয়ে বাজারে এসেছিল iPhone 12৷ এটিই ছিল ৫জি-সক্ষম প্রথম আইফোন৷ সব থেকে বড় কথা হল, এর পাতলা ডিজাইনের সঙ্গে পরবর্তী প্রজন্মের iPhone 13 এবং iPhone 14-এর কোনও পার্থক্যই নেই। আইফোন ১২-এর সামনের পর্দায় একটি বড় ‘নচ’ থাকলেও পর্দায় ভিডিও দেখার অভিজ্ঞতাতে কোনও সমস্যা তৈরি হয় না। iPhone 12-এ দু’টি ১২ মেগাপিক্সেল ক্যামেরা আছে পিছনের দিকে, যা প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম পর্যন্ত ৪কে ভিডিও রেকর্ড করতে পারে। যদিও নতুন আইফোন (iPhone 13 এবং iPhone 14) সিনেমাটিক মোড পাওয়া যায়, যা মূলত রেকর্ড করা ভিডিও-গুলিকে সিনেমার মতো করে তোলে। তবে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জ দেওয়ার সুযোগ iPhone 12-এও পাওয়া যায়।
আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার
গ্রাহকদের আর অপেক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ অ্যামাজন-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iPhone 12-র দাম কমে ৪০০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
অ্যামাজন iPhone 13 এবং iPhone 11-এ আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে৷ তা ছাড়াও, অ্যাপলের ম্যাকবুক এয়ার বড় ছাড় পাওয়া যাবে।