Redmi Note 10 Pro Max: Xiaomi-র সাব ব্র্যান্ড Redmi Note 10 Pro Max পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায়। এতে রয়েছে 6GB RAM + 128GB ইন্টারনাল মেমোরি। রয়েছে ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট সহ ১০৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। রয়েছে 5,020mAh ব্যাটারি ও ফাস্ট চার্জিং-এর সুবিধা। থাকছে ১৮,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১,৫০০ টাকার ছাড় পাওয়া যাবে।
advertisement
Samsung Galaxy M42 5G: Amazon Mobile Savings Days Sale-এ Samsung Galaxy M42 5G পাওয়া যাচ্ছে ২২,৯৯৯ টাকায়। ফোনটিতে রয়েছে 8GB RAM ও 128GB ইন্টারনাল মেমোরি, রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর, 5,000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে।
iQoo Z3 5G: Amazon-এর নতুন অফারে iQOO Z3 5G ফোনটি ১৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে 6GB RAM ও 128GB ইন্টারনাল মেমরি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G প্রসেসর, 4,400mAh ব্যাটারি, ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি এলসিডি ডিসপ্লে থাকছে।
Oppo F19: Amazon-এর Mobile Savings Days Sale-এ Oppo F19 ফোনটি পাওয়া যাচ্ছে ১৮,৯৯০ টাকায়। HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২,০০০ টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। এই ফোনটিতেও 6GB RAM ও 128GB ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে। রিয়ার ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের রাখা হয়েছে। ফোনটিতে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকছে।
Xiaomi Mi 10i: Amazon-এর অফারে আরও একটি ভালো ফোনের সন্ধান রয়েছে। ২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Mi 10i ফোন সেট। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, এছাড়াও অক্টা-কোর
কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর ও ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকছে।