গ্রাহকদের জন্য আরও একটি ধামাকেদার অফার নিয়ে হাজির এয়ারটেল ৷ তবে কেবল প্রি পেড গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন ৷ ৭৯৯ টাকার এই অফারে গ্রাহকরা প্রতিদিন পেয়ে যাবেন ৩ জিবি ডেটা ৷ সঙ্গে মিলবে আনলিমিটেড STD ও local calls এর পরিষেবা ৷ অফারটি বৈধ থাকবে ২৮ দিনের জন্য ৷
তবে আনলিমিটেড কলে বিধিনিষেধ থাকছে। দিনে ২৫০ মিনিট ও সপ্তাহে ১০০০ মিনিট আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাবেন গ্রাহকরা।
advertisement
Location :
First Published :
October 05, 2017 11:35 AM IST