Apple iPhone-এ অনেক ধরনের ফিচার রয়েছে যা নিত্য প্রয়োজনে সাহায্য করে থাকে। কিন্তু সে সব সম্পর্কে আমাদের ধারণা এতই কম যে অর্ধেকের বেশি ব্যবহারকারী তার সুবিধা নিতেই পারেন না। আরও ভাল ভাবে iOS ব্যবহারের জন্য প্রয়োজনীয় হ্যাকগুলি দেখে নেওয়া যাক।
Back tap ফিচার:
ফোনের পিছনে লাগানো আধ-খাওয়া আপেলের ছবিটা দেখেছেন, ওটা কিন্তু শুধু মাত্র লোগো নয়। আমরা বেশির ভাগ মানুষই জানি না ওই লোগোর আসলে অনেক কার্য ক্ষমতাও রয়েছে। iPhone-এর ‘back tap feature’ অনেক কাজ করতে পারে, মানে শুধু ওই লোগোতে চাপ দিয়েই তা হতে পারে। দু’বার কি তিনবার চাপ পড়লেই ওই বোতাম কার্যকরী হয়ে যায়। তা দিয়ে খোলা যায় নানা ধরনের অ্যাপ, জ্বালানো যায় টর্চ, আরও অনেক কিছু। double tap বা triple tap-এর জন্য আলাদা আলাদা ফিচার নির্ধারিত রয়েছে।
advertisement
আর পড়ুন - WhatsApp Voice Message: ভয়েস নোট রেকর্ড করতে গেলে এবার পাবেন Pause –এর সুবিধা, আসছে আপডেট
ডকুমেন্ট স্ক্যানিং:
iPhone-এর অন্যতম সেরা বিশেষত্ব বলা যেতে পারে স্ক্যানিং। iPhone notes দিয়ে যে কোনও ডকুমেন্ট স্ক্যান করা যায়, আর তা প্রয়োজন মতো বদলানোও যায়। একটি নথিকে স্ক্যান করে তা প্রয়োজন মতো কেটে (crop) নেওয়া যায়, দিক বদল করা যায় (rotate), ডকুমেন্ট ফাইলে সে সব নথি জমিয়েও রাখা যায়। চাইলে PDF ফর্মাটে তা সংরক্ষণ করা যায়।
কেউ ট্র্যাক করছে?
প্রযুক্তির বিড়ম্বনা তো কম নয়, এমন হতেই পারে iPhone- নিজেই আপনাকে ট্র্যাক করছে। কিন্তু আপনার হাতেও প্রযুক্তি রয়েছে, ফলে এমনটা ঘটছে কিনা খবু সহজেই তা ধরে ফেলতে পারবেন আপনি। এই ফিচার অ্যাক্টিভেট করার জন্য প্রথমে Setting এ যান। সেখান থেকে Privacy> Location Service> Frequent Location। এখান থেকেই পেয়ে যাবেন সমস্ত ট্র্যাকিং ইনফর্মেশন।
ভুল মুছতে হলে ঝেড়ে নিন:
কখনও কিছু ভুল করে লিখে ফেললে বা কোনও typo হলে একবার ফোনটা ঝেড়ে নিন, তা হলেই typo সরে যাবে।
আর পড়ুন - Apple Logo Design: আধ খাওয়া আপেল, Apple-এর লোগো-র এমন ডিজাইন কেন জানেন?
Custom vibrations:
এক একটি contact-এর জন্য এক এক রকম vibrations ব্যবহার করা সম্ভব। পছন্দের contact-এ গিয়ে edit বোতামে tap করে। Vibration-এ পৌঁছতে হবে। custom vibration-এ গিয়ে নিজের পছন্দ মতো ভাইব্রেশন বেছে নিলেই হল।
3D Touch:
একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে হলে বেছে নেওয়া যেতে পারে 3D touch। ফোনের বাঁ দিকের কোনায় চেপে ধরে স্ক্রিনের ডান দিকে আঙুল সরিয়ে নিয়ে গেলেই যে সব অ্যাপ ব্যবহার হচ্ছে না তা সরে যাবে।