TRENDING:

২৮ বছরের পুরনো এই অ্যাপ আর থাকবে না উইন্ডোজে! বড় সিদ্ধান্ত

Last Updated:

Microsoft notepad: অভ্যাসে ইতি টানার পালা, ২৮ বছরের পুরনো অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যত দিন যায়, নিজেদের পণ্যকে আরও করে তোলাই ব্যবসার নিয়ম, বিশেষ করে এই কথাটা খেটে যায় টেকদুনিয়ায়। প্রায় রোজই সেখানে নতুন নতুন অ্যাপের আনাগোনা বা পুরনোতে আপডেট এনে ইউজার এক্সপেরিয়েন্স আগের চেয়েও সুখকর করে তোলার প্রচেষ্টা চলে। মাইক্রোসফটও রয়েছে সেই দলে।
advertisement

কিন্তু এবার তারা উইন্ডোজ আপডেট নিয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যা সামান্য হলেও নড়ে-চড়ে বসতে বাধ্য করবে অনেক ইউজারকে। জানা গিয়েছে যে অদূর ভবিষ্যতে ওয়ার্ডপ্যাড আর উইন্ডোজে রাখবে না মাইক্রোসফট।

আরও পড়ুন- কমছে সৃজনীশক্তি, প্রভাব পড়ছে উৎপাদনশীলতায়! আপনাকে সাহায্য করতে পারে একটি অ্যাপ

ওয়ার্ডপ্যাড, সত্যি বলতে কী, এতগুলো বছরে মাইক্রোসফটের প্রায় অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। নয়-নয় করে হলেও বিগত ২৮ বছর ধরে এই ওয়ার্ডপ্যাড আমাদের সঙ্গী।

advertisement

উইন্ডোজ ৯৫-এর আমল থেকে সে নিজের জায়গা করে নিয়েছে আমাদের কমপিউটারে। এবার সেই অভ্যাসে ইতি টানার পালা, যদিও ঠিক কবে থেকে আর উইন্ডোজে ওয়ার্ডপ্যাড দেখা যাবে না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি মাইক্রোসফট।

তারিখ যা-ই হোক, সংস্থার এই সিদ্ধান্ত ঠিক কতটা প্রভাব ফেলতে পারে ইউজারদের উপরে?

সে ভাবে দেখলে মাইক্রোসফট উইন্ডোজে ওয়ার্ডপ্যাড থাকা বা না থাকায় কিছু এসে-যায় না। কেন না, বাজারে ওয়ার্ড প্রসেসিং অ্যাপের অন্ত নেই বললেই চলে প্রায়।

advertisement

আরও পড়ুন- AI-এর বানানো ছবি চিনতে ওয়াটার মার্ক! Google কাজ করছে নতুন প্রযুক্তি নিয়ে

মাইক্রোসফট ওয়ার্ড তো রয়েছেই, চাইলে ইউজাররা জিমেলের মাধ্যমে গুগল ডকস ব্যবহার করতে পারেন। গুগল ডকস মেশিন ক্র্যাশ করলেও হারিয়ে যাওয়ার ভয় থাকে না, ফলে অনেক ইউজারই এখন লেখালিখির প্রয়োজনে এই দিকে ঝুঁকেছেন।

এছাড়া রয়েছে সাবেকি নোটপ্যাড। তবে অনেকেই নোটপ্যাডে লিখতে পছন্দ করেন না। লিখতে লিখতে ওয়ার্ড কাউন্ট দেখে নেওয়ার সুবিধে কম, সাদা পাতার লুক অ্যান্ড ফিলটাও তার উপরে এখানে নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

না থাকলেই বা কী, আরও নানা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ তো আছে, যেমন- LibreOffice, Zoho Docs, WPS office ইত্যাদি। ফলে, ইউজারদের লেখার ছন্দে এবং গতিতে কোনও প্রভাব পড়ার কথাই নয় মাইক্রোসফটের এই সিদ্ধান্তে, শুধু ওয়ার্ডপ্যাড ইউজারদের অভ্যাস বদল হবে, এই যা!

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২৮ বছরের পুরনো এই অ্যাপ আর থাকবে না উইন্ডোজে! বড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল