TRENDING:

Microsoft : Windows 10 বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট! কী করবেন ইউজাররা? জানুন বিস্তারিত

Last Updated:

Microsoft: তাহলে ক্রোম আর ব্যবহার করা যাবে না? আপাতত যাবে। বুধবার গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট জানিয়েছে, ক্রোমের অটো আপডেটিং ভার্সন ইনস্টল করতে পারবেন ইউজাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Microsoft: মাইক্রোসফট বন্ধ করে দিচ্ছে Windows 10। ইতিমধ্যে তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১০ অক্টোবর। এর বদলে আসবে নিউ জেনারেশন উইন্ডোজ।তাহলে ক্রোম আর ব্যবহার করা যাবে না? আপাতত যাবে। বুধবার গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট জানিয়েছে, ক্রোমের অটো আপডেটিং ভার্সন ইনস্টল করতে পারবেন ইউজাররা।কোম্পানি জানিয়েছে, ক্রোম ওএস ফ্লেক্স-এ নিয়মিত সিকিউরিটি আপডেট, ডেটা এনক্রিপশনের মতো ফিচার থাকবে। ফলে আপাতত ইউজাররা Windows 10 সিস্টেম ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
advertisement

কিন্তু ২০২৫-এর ১৪ অক্টোবর থেকে আর Windows 10 সাপোর্ট করবে না মাইক্রোসফট। সিকিউরিটি আপডেট, বাগ ফিক্স বা অন্যান্য প্রযুক্তিগত সহায়তা প্রদানও বন্ধ করে দেওয়া হবে। ইউজারদের Windows 11 অপারেটিং সিস্টেম বা অন্য বিকল্প ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

আরও পড়ুন: এই বোতলে জল খান? হতে পারে ক্যানসার থেকে ডায়াবেটিস-সহ বহু জটিল রোগ! বিষ ঢুকছে শরীরে! জানুন

advertisement

Windows 10-এর কোনও নতুন আপডেট না আসার কারণেই ইউজারদের Windows 11-এ আপগ্রেড করার সুপারিশ করেছে মাইক্রোসফট। তবে নির্ধারিত সময়ের পরেও ইউজার চাইলে Windows 10 ব্যবহার করতে পারবেন। তবে কোনও সিকিউরিটি আপডেট মিলবে না। ফলে সিস্টেমের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে।ক্যানালিসিস রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ১০-এর সমাপ্তিতে প্রায় ২৪০ মিলিয়ন পিসি ল্যান্ডফিলে যাওয়ার সম্ভাবনা। কারণ সিকিউরিটি আপডেট ছাড়া ডিভাইসের চাহিদা কম হতে পারে। তবে ওএস সাপোর্ট শেষ হওয়ার পরেও কয়েক বছর Windows 10-সহ PC ব্যবহার করা যাবে।

advertisement

আরও পড়ুন: কোলেস্টেরল, ডায়াবেটিস, হাই-প্রেশার দূর হবে! মাছ-মাংসের বদলে খান এই ডাল! জানুন নিয়ম

অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় ক্রোম ওএস-এর জনপ্রিয়তা অনেক কম। চলতি বছরের জানুয়ারিতে গবেষণা সংস্থা স্টেটকাউন্টারের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বের ডেস্কটপ ওএস বাজারের ১.৮ শতাংশ শেয়ার রয়েছে এদের দখলে। উইন্ডোজের প্রায় ৭৩ শতাংশ শেয়ারের তুলনায় অনেক পিছিয়ে। ব্যক্তিগত হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে উইন্ডোজের তুলনায় ক্রোম ওএস-এর ব্যবহার কম। লিগ্যাসি উইন্ডোজ এবং প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন এর প্রধান কারণ। যদিও গুগল বলেছে, ক্রোম ওএস লিগ্যাসি উইন্ডোজ এবং প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুমতি দেবে, যা ডেটা সেন্টার অ্যাপগুলো ডিভাইসে চালাতে সাহায্য করবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Microsoft : Windows 10 বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট! কী করবেন ইউজাররা? জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল