মেন সুইচের কাজ হল বিদ্যুৎ সরবরাহ করা। আর এর সঙ্গে এমসিবি-র কাজের পার্থক্য রয়েছে। তবে এই দু’টি ডিভাইসই বাড়ির মিটারের কাছে ইনস্টল করা উচিত। যদি এই দু’টি ডিভাইসের মধ্যে কোনও একটি মিটারের কাছাকাছি না থাকে, তাহলে ক্ষতি হতে পারে বলে মনে করা হয়।
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
advertisement
মেন সুইচের কাজ:
মিটার লাগানোর পরে সাধারণত মেন সুইচ লাগানো হয়। এই ডিভাইসের মাধ্যমে গোটা বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা সম্ভব। এর মধ্যে দিয়েই নিউট্রাল এবং ফেজ উভয় তার যায়। এর মাধ্যমে বাড়ির যে কোনও বৈদ্যুতিক কাজ করানোর সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা যায়।
আরও পড়ুন – রাতে শুয়ে মোবাইল ঘাঁটেন! আপনার জন্য অপেক্ষা করছে এই মারাত্মক অসুখ
এমসিবি-র কাজ:
কোনও রকম দুর্ঘটনা এড়ানোর জন্য মূলত এমসিবি ব্যবহৃত হয়। বাড়িতে শর্ট সার্কিট হলে এমসিবি স্বয়ংক্রিয় ভাবে বিদ্যুৎ চলাচল বন্ধ করে দেয়। মিটারের পরে অথবা প্রতিটি ঘরের পাওয়ার সাপ্লাইয় বা বিদ্যুৎ সরবরাহের হিসেব অনুসারে ইনস্টল করা যেতে পারে এই ডিভাইসটি। মাথায় রাখা উচিত যে, শর্ট সার্কিটের কারণে অনেক সময় বাড়িতে আগুন লেগে যায়। এক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে ঘরকে এই জাতীয় দুর্ঘটনা থেকে নিরাপদ রাখে এমসিবি।
মেন সুইচ এবং এমসিবি কেন ইনস্টল করা উচিত?
মেন সুইচ এবং এমসিবি ডিভাইসের কাজ ভিন্ন। এমন অবস্থায় যদি বাড়িতে কোনও রকম বৈদ্যুতিক কাজ করার প্রয়োজন হয়, তাহলে মেন সুইচ বন্ধ করা উচিত। যার কারণে নিউট্রাল ও ফেজ দু’টোই বন্ধ হয়ে যায়। অন্য দিকে এমসিবি ডাউন করলে কেবলমাত্র ফেজের কানেকশন বা সংযোগই ডাউন হয়। তাই বাড়িতে বিদ্যুতের মিটারের সঙ্গে সঙ্গে মেন সুইচ এবং এমসিবি উভয়ই ইনস্টল করা উচিত।