মডেলটিতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১৫ প্রসেসর ৷ সঙ্গে থাকছে ২ জিবি র্যাম, ১৩ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সল সেলফি ক্যামেরা ৷ লেনোভো ভাইব কে ৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে৷
জুনের ১৩ তারিখ দুপুর ১টা থেকে ভাইব কে-র রেজিষ্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ৷ ২২ জুন থেকে ফোনটি মিলবে ই-কমার্স সাইট অ্যামাজনে৷ এই ফোনটি পাওয়া যাবে তিনটি রঙে-গোল্ডেন, সিলভার ও গ্রে রঙে ৷
advertisement
Location :
First Published :
June 14, 2016 2:35 PM IST