সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত অনলাইন পড়াশোনার কথা মাথায় রেখেই এই ফোন লঞ্চ করা হয়েছে। Lava Z2 Max-এর দাম করা হয়েছে ৭,৭৭৯ টাকা। এত কম দামে সাত ইঞ্চির ডিসপ্লে! তার উপর একগাদা ফিচার্স! একবার এই মডেল সম্পর্কে জেনে নেওয়া যাক। ২ জিবি RAM ও ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্ট-এর দাম ৭,৭৭৯ টাকা। ফ্লিপকার্ট, অ্যামাজন ও লাভা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই স্মার্টফোন কেনা যাবে। আপাতত স্ট্রোকড ব্লু কালার ভ্যারিয়েশন-এ পাওয়া যাবে এই মডেল। সাত ইঞ্চির ডিসপ্লে থাকায় ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস করতে সুবিধা হবে। এই হ্যান্ডসেটের ডিসপ্লে-র ফ্রন্ট ক্যামেরাতে ওয়াটরড্রপ নচ রয়েছে।
advertisement
স্ক্রিন-এর অ্যাসপেক্ট রেসিও 20.5:9। গোরিলা গ্লাস থাকছে। ১.৮ গিগাহার্টজ কোয়াড কোর মিডিয়াটেক হিলিয়ো প্রসেসর রয়েছে। ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে। রিয়ার-এ স্কোয়ার শেপ ক্যামেরা মডিউল রয়েছে। ১৩ মেগপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে। 6000mAh ব্যাটারি ও ইউএসভি টাইপ সি চার্জার থাকবে। ডিভাইস-এর ওজন ২১৫ গ্রাম।