TRENDING:

Laptop : ডেস্কটপ পরিষ্কার রাখতে চান? Windows 10-এ রয়েছে সেই উপায়!

Last Updated:

Laptop : কম্পিউটার ফাস্ট করার সহজ উপায় হল ডেস্কটপ থেকে আইকনগুলিকে সরিয়ে ফেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

Windows 10-এর ডেস্কটপ আইকন ডিলিট করার নিয়ম

কম্পিউটার ফাস্ট করার সহজ উপায় হল ডেস্কটপ থেকে আইকনগুলিকে সরিয়ে ফেলা। তার জন্য প্রথমেই যেটা করতে হবে Windows 10-এর নির্দিষ্ট আইকনের ওপরে গিয়ে right-click করে Delete অপশন বেছে নেওয়া যেতে পারে। এছাড়াও Recycle Bin-এ ড্র্যাগ করে রাখা যেতে পারে। আর যদি কেউ মনে করে সব আইকন একসঙ্গে ডিলিট করবে, তাহলে তাঁকে একসঙ্গে সব আইকন সিলেক্ট করে right-click করে Delete অপশন বেছে নিতে হবে। এর পাশাপশি সব আইকনগুলিকে Recycle Bin-এ ড্র্যাগ করে রাখা যেতে পারে।

advertisement

Windows 10-এর ডেস্কটপ আইকন রিমুভ করার নিয়ম

কম্পিউটারের ডেস্কটপ থেক আইকন রিমুভ করার জন্য সহজ কিছু উপায় রয়েছে। যেমন ডেস্কটপের ওপর right-click করে View অপশনে গিয়ে Show desktop icons চেক করা থাকলে তা আনচেক করতে হবে। এছাড়াও একটি উপায় রয়েছে সব কটি আইকন সিলেক্ট করে একটি ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিলেই ডেস্কটপ পরিষ্কার হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Windows 10-এ ভুল করে কোনও আইকন ডিলিট হয়ে গেলেও তা ফেরত পাওয়া যাবে। এর জন্য recycle bin-এ গিয়ে দেখেতে হবে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে recycle bin-এ যদি ডিলিট করা আইকন মজুত থাকে তাহলেই তা ফেরত পাওয়া যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Laptop : ডেস্কটপ পরিষ্কার রাখতে চান? Windows 10-এ রয়েছে সেই উপায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল