ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মোবাইল গেম বা প্লে-স্টেশন খেলার অভ্যেস অনেকদিনের। কখনও বিমানবন্দরে কখনও আবার টিম বাসে ক্রিকেটারদের গেম খেলার ছবি এর আগেও একাধিকবার প্রকাশ পেয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রবল উত্সাহ এই PUBG নিয়ে।
ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে কুলদীপ যাদবকে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় দলের কোন তারকারা PUBG খেলতে ভালবাসেন! কুলদীপের ভাষ্যমতে, মনীশ পাণ্ডে, কেদার যাদব, যুজবেন্দ্র চাহালরা ছাড়াও পাবজি খেলার অন্ধ ভক্ত নাকি মহেন্দ্র সিং ধোনিও। কুলদীপ আরও জানান, ভারতীয় টিমে সবচেয়ে ভালো ‘পাবজি’ প্লেয়ার কে! তিনি আর কেউ নন, স্বয়ং ক্যাপ্টেন কুল-ই।
advertisement
Location :
First Published :
May 12, 2019 2:25 PM IST