TRENDING:

জানেন কোন কোন ভারতীয় ক্রিকেটাররা PUBG খেলায় মত্ত থাকেন !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজুড়ে নেশার মতো ছড়িয়ে পড়ছে PUBG । তরুণ ও যুবকদের মধ্যে আলোড়ন তুলেছে এই গেম। এই তালিকায় রয়েছে ভারতীয় ক্রিকেটাররাও। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের গোপন এই তথ্য ফাঁস করেছেন কুলদ্বীপ যাদভ!
advertisement

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মোবাইল গেম বা প্লে-স্টেশন খেলার অভ্যেস অনেকদিনের। কখনও বিমানবন্দরে কখনও আবার টিম বাসে ক্রিকেটারদের গেম খেলার ছবি এর আগেও একাধিকবার প্রকাশ পেয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রবল উত্‍সাহ এই PUBG নিয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাত্‍কারে কুলদীপ যাদবকে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় দলের কোন তারকারা PUBG খেলতে ভালবাসেন! কুলদীপের ভাষ্যমতে, মনীশ পাণ্ডে, কেদার যাদব, যুজবেন্দ্র চাহালরা ছাড়াও পাবজি খেলার অন্ধ ভক্ত নাকি মহেন্দ্র সিং ধোনিও। কুলদীপ আরও জানান, ভারতীয় টিমে সবচেয়ে ভালো ‘পাবজি’ প্লেয়ার কে! তিনি আর কেউ নন, স্বয়ং ক্যাপ্টেন কুল-ই।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জানেন কোন কোন ভারতীয় ক্রিকেটাররা PUBG খেলায় মত্ত থাকেন !