এই ছাড় পাওয়া যাবে ডিসেম্বর পর্যন্ত। তাই গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ৩১ ডিসেম্বরের আগেই কিনে ফেলা ভাল। তাহলেই বেঁচে যাবে অনেকগুলো টাকা। কোন কোন গাড়িতে ছাড় মিলবে? এখানে রইল তারই তালিকা।
আরও পড়ুনঃ WhatsApp-এ এবার এআই হাইড করার শর্টকাট, দেখে নিন কী করতে হবে
advertisement
Citroen C3 SUV: ডিসেম্বরে এই গাড়ি কিনলে ৯৯ হাজার টাকা বেঁচে যাবে। না, চমকে ওঠার কিছু নেই। এটাই ভারতের অন্যতম সাশ্রয়ী মূল্যের গাড়ি হতে চলেছে। যাই হোক, Citroen C3 SUV-এর দাম ৬.১৬ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু হচ্ছে। গাড়িতে রয়েছে ১.২ লিটার প্রাকৃতিক অ্যাসপিরেটেড পেট্রোল এবং ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন।
Skoda Kushaq: এই বছরের শেষে, অর্থাৎ ৩১ ডিসেম্বরের আগে Skoda Kushaq SUV কিনলে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলবে। Skoda Kushaq-এর দাম ১০.৮৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।
MG Astor: কোম্পানি MG Astor কেনার উপর বিশাল অফার দিচ্ছে। Astor SUV-তে ১.৭৫ লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই SUV-এর দাম ১০.৮২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
Mahindra XUV400: Mahindra XUV400-তে চলছে বছরের শেষ অফার। ফলে ধামাকাদার বটেই। কোম্পানি তাদের বৈদ্যুতিক এসইউভি-এর আপডেট মডেলে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। পুরনো মডেলও কেনা যায়। তাতে ৩.৫ লাখ টাকা ছাড় পাওয়া যাবে। এই ইলেকট্রিক এসইউভি-র দাম শুরু হচ্ছে ১৫.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে।
Hyundai Kona: Hyundai Kona-তে ২ লক্ষ টাকা পর্যন্ত অফার দিচ্ছে কোম্পানি। Hyundai আগে এই গাড়িতে ১ লক্ষ টাকা ছাড় দিচ্ছিল। সেটাই সেপ্টেম্বর থেকে মানে পুজোর মরশুমে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে। Hyundai Kona-এর দাম ২৩.৮৪ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।