কী ভাবে বোঝা যাবে জল বিশুদ্ধ কিনা! সেজন্য প্রয়োজন একটি টিডিএস মিটার।
পানীয় জল যদি অপরিষ্কার হয় তবে তা অনেক মারাত্মক রোগ ডেকে আনতে পারে। অবিশুদ্ধ জল ক্রমাগত পান করে চললে কিডনি বিকল হতে পারে। আসলে বোরিং থেকে বেরিয়ে আসা জলকে আমরা তাজা জল ভেবে পান করতে শুরু করি। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। কারণ মাটির নিচে থাকা জলে মিশে থাকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। এর মধ্যে থাকতে পারে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। খনিজ মেশানো জল বেশি পান করা মোটেও ভাল নয়।
advertisement
আরও পড়ুন: থার্মোমিটারের দরকার নেই! জ্বর মাপবে স্মার্টফোন! ডাউনলোড করুন এই অ্যাপ!
টিডিএস মিটার জলের গুণমান পরীক্ষা করবে—
আজকাল বেশিরভাগ বাড়িতেই RO লাগানো থাকে। এই পদ্ধতিতে জল পরিশোধন করসে সেখানকার লবণাক্ত জলও মিষ্টি হয়ে যায়। কিন্তু সমস্যা থেকে যেতেই পারে। তাই নিজের বাড়ির এলাকার জল একবার টিডিএস মিটার দিয়ে পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। এই পরীক্ষা থেকেই বোঝা যাবে ওই এলাকার জল কতটা শুদ্ধ। যদি দেখা যায় রেটিং ৩০০ মিলিগ্রাম থেকে ৬০০ মিলিগ্রামের মধ্যে থাকছে তাহলে RO জল পানযোগ্য। কিন্তু তার বেশি হলেই নয়।
TDS মিটারের দাম 100 টাকা থেকে শুরু—
অনলাইন ই-কমার্স সাইটগুলিতে অনেক ধরনের টিডিএস মিটার পাওয়া যায়। Mclord TDS মিটারের দাম ৯৯ টাকা থেকে শুরু হয়৷ এটি ই-কমার্স সাইট Amazon থেকে কিনে নেওয়া যেতে পারে। এছাড়াও, নিজের বাড়ির কাছে মেডিকেল স্টোর বা হার্ডওয়্যারের দোকান থেকে টিডিএস মিটার কেনা যেতে পারে।
