TRENDING:

Kidney Disease: পানীয় জল থেকেই বিকল হচ্ছে কিডনি! অসুখ আটকে দেবে মাত্র ১০০ টাকার যন্ত্র!

Last Updated:

Kidney Disease: ছোট্ট এই যন্ত্র বাড়িতে থাকলেই শরীর সুস্থ! জানুন কী করতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  বিশ্ব উষ্ণায়নের ফল সরাসরি পড়বে পানীয় জলের উপর। জল সঙ্কট যে বাড়তে চলেছে, সেই বিষয়ে একমত বিশ্বের বেশির ভাগ বিজ্ঞানীইL ইতিমধ্যেই সারা দেশে জলস্তর খানিক নেমে গিয়েছে বলে জানা যায়। ক্রমাগত দূষিত জল পান করায় দেশে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। এই রোগীদের একটা বড় অংশই খরজল বা হার্ড ওয়াটার ব্যবহার করেছেন।
advertisement

কী ভাবে বোঝা যাবে জল বিশুদ্ধ কিনা! সেজন্য প্রয়োজন একটি টিডিএস মিটার।

পানীয় জল যদি অপরিষ্কার হয় তবে তা অনেক মারাত্মক রোগ ডেকে আনতে পারে। অবিশুদ্ধ জল ক্রমাগত পান করে চললে কিডনি বিকল হতে পারে। আসলে বোরিং থেকে বেরিয়ে আসা জলকে আমরা তাজা জল ভেবে পান করতে শুরু করি। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। কারণ মাটির নিচে থাকা জলে মিশে থাকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। এর মধ্যে থাকতে পারে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। খনিজ মেশানো জল বেশি পান করা মোটেও ভাল নয়।

advertisement

আরও পড়ুন:  থার্মোমিটারের দরকার নেই! জ্বর মাপবে স্মার্টফোন! ডাউনলোড করুন এই অ্যাপ!

টিডিএস মিটার জলের গুণমান পরীক্ষা করবে—

আজকাল বেশিরভাগ বাড়িতেই RO লাগানো থাকে। এই পদ্ধতিতে জল পরিশোধন করসে সেখানকার লবণাক্ত জলও মিষ্টি হয়ে যায়। কিন্তু সমস্যা থেকে যেতেই পারে। তাই নিজের বাড়ির এলাকার জল একবার টিডিএস মিটার দিয়ে পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। এই পরীক্ষা থেকেই বোঝা যাবে ওই এলাকার জল কতটা শুদ্ধ। যদি দেখা যায় রেটিং ৩০০ মিলিগ্রাম থেকে ৬০০ মিলিগ্রামের মধ্যে থাকছে তাহলে RO জল পানযোগ্য। কিন্তু তার বেশি হলেই নয়।

advertisement

TDS মিটারের দাম 100 টাকা থেকে শুরু—

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

অনলাইন ই-কমার্স সাইটগুলিতে অনেক ধরনের টিডিএস মিটার পাওয়া যায়। Mclord TDS মিটারের দাম ৯৯ টাকা থেকে শুরু হয়৷ এটি ই-কমার্স সাইট Amazon থেকে কিনে নেওয়া যেতে পারে। এছাড়াও, নিজের বাড়ির কাছে মেডিকেল স্টোর বা হার্ডওয়্যারের দোকান থেকে টিডিএস মিটার কেনা যেতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Kidney Disease: পানীয় জল থেকেই বিকল হচ্ছে কিডনি! অসুখ আটকে দেবে মাত্র ১০০ টাকার যন্ত্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল