আগামীকাল অথার্ৎ পয়লা মার্চ থেকে জিও প্রাইমের রেজিষ্ট্রেশনের শুরু হতে চলেছে ৷ আর তার জন্য দিতে হবে মাত্র ৯৯ টাকা ৷ ৩১ মার্চ পর্যন্ত গ্রাহকরা নিজেদের জিও প্রাইমে আপগ্রেড করতে পারবেন ৷ এরপর প্রতি মাসে খরচ হবে ৩০৩ টাকা করে ৷ অর্থাৎ দিন প্রতি ১০ টাকা খরচ করলেই ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত জিও-র ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট, মিডিয়া সার্ভিস সব আনলিমিটেড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ যে কোনও জিও স্টোর, জিও অ্যাপ বা জিও ওয়েবসাইট থেকে প্রাইম মেম্বরশিপ করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
এছাডা়ও জিও আরও দুটি ট্যারিফ প্ল্যান নিয়ে এসেছে ৷ একটি ১৪৯ টাকার ও অন্যটি ৪৯৯ টাকার ৷ ১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২জিবি ডেটা ও ফ্রি ভয়েস কলের সুবিধআ পাবেন ৷ ৪৯৯ টাকার প্ল্যানে ৬০ জিবি ডেটা ও ফ্রি ভয়েস কল পাবেন গ্রাহকরা ৷
সূত্রের খবর, খুব শীঘ্রই ৬০/১২৫/৩৫০/৭৫০ জিবি ডেটা ৯৯৯/১৯৯৯/৪৯৯৯/৯৯৯৯ টাকায় ৬০/৯০/১৮০/৩৬০ দিনের জন্য প্ল্যান নিয়ে আসতে চলেছে জিও ৷
জিও প্রাইম সদস্যপদ গ্রহণ করলে অন্যান্য সংস্থা যে পরিমাণ ট্যারিফ ডেটা দিয়ে থাকে, তার থেকে ২০ শতাংশ বেশি ইন্টারনেট ডেটা পরিষেবাও দেবে জিও।