ফেসবুক অ্যাপটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে জিও KaiOS প্ল্যাটফর্মের জন্য ৷ এটি একটি ওয়েব-বেসড অপারেটিং সিস্টেম ৷ যা সহজেই চলতে পারে জিও-র ৪জি স্মার্ট ফিচার ফোনে ৷ এই অ্যাপে থাকছে পুশ নোটিফিকেশন, ভিডিও এবং এক্সটারনাল লিঙ্ক সিঙ্কের ব্যবস্থাও ৷ এই ফেসবুক অ্যাপে নিউজ ফিড বা টাইমলাইনে ছবি দেখতেও কোনও সমস্যা হবে না ব্যবহারকারীদের ৷
advertisement
নতুন এই ফেসবুক অ্যাপই হল প্রথম থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া অ্যাপ যা এবার পাওয়া যাবে জিও ফোনের KaiOS প্ল্যাটফর্মে ৷ জিও-র ডিরেক্টর আকাশ আম্বানি বলেন, ‘‘ জিও ফোন হল বিশ্বের সবচেয়ে সস্তায় পাওয়া উন্নত প্রযুক্তির স্মার্টফোন ৷ যা দেশবাসীকে ফিচার ফোন থেকে স্মার্টফোন ব্যবহার করতে শিখিয়েছে ৷ আর সেটাও অত্যন্ত সাধ্যের মধ্যেই ৷ জিও ফোনে আগামীদিনে বিশ্বের প্রথমসারি সব অ্যাপ্লিকেশনই পাওয়া যাবে ৷ যার শুরু হল ফেসবুক দিয়েই ৷ বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ডেটা নেটওয়ার্ক জিও তৈরি হয়েছে দেশবাসীর কাছে যত বেশি পরিমাণে ইন্টারনেট বা ডেটা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই ৷ জিও-র এই পদক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জিও ফোনেরও ৷ ’’