জিও গ্রাহকদের জন্য ফের সুখবর ৷ ২৫ এপ্রিল মঙ্গলবার জিও-প্রি পেড ও পোস্ট পেড গ্রাহকদের জন্য নতুন অফার ঘোষণা করল সংস্থা ৷ পোস্ট পেড গ্রাহকদের জন্য তিনটি প্ল্যান ও প্রি পেড গ্রাহকদের জন্য ১০ টি প্ল্যান নিয়ে লঞ্চ করার পর থেকে টেলিকম দুনিয়ায় একচেটিয়া রাজ করে চলেছে জিও ৷
জিও-র নতুন প্ল্যান শুরু হচ্ছে মাত্র ১৯ টাকা থেকে ৷ মিলবে ৯৯৯৯ টাকা পর্যন্ত ৷ ১৯ থেকে ১৪৯ টাকার অফার সমস্ত গ্রাহকরা পাবে ৷ কিন্তু যারা সামার সারপ্রাইজ অফার নিয়েছেন তারা ১৪৯ টাকার পরের রিচার্জ করতে পারবেন না ৷ অন্যদিকে, ৩০৯ টাকার উপরের রিচার্জ কেবল প্রাইম মেম্বররাই করতে পারবেন ৷
advertisement
ধন ধনা ধন অফারের পর গ্রাহকদের জন্য আরও সস্তার অফার নিয়ে এল জিও ৷ ১৯ টাকায় ২০০ এমবি ইন্টারনেট পরিষেবা দিচ্ছে জিও ৷ এই বৈধতা মাত্র ১ দিন ৷ নন-প্রাইম জিও গ্রাহকরা এই অফারে পাবেন ১০০ এমবি ইন্টারনেট।
১৯ থেকে ১৪৯ টাকায় রয়েছে আরও তিনটি অফার ৷ ৪৯ টাকার রিচার্জে ৬০০ এমবি ইন্টারনেট পরিষেবা পাবেন প্রাইম মেম্বররা ৷ নন প্রাইম মেম্বররা পাবেন ৩০০ এমবি ৷ এর বৈধতা তিন দিন ৷
৯৬ টাকার ক্ষেত্রে মিলবে ৭ জিবি ইন্টারনেট ৷ তবে কেবল প্রাইম মেম্বররা এই পরিষেবা পাবেন ৷ প্রত্যেকদিন ১ জিবি করে ৷ এই অফারটি ৭দিনের জন্য ভ্যালিড ৷ নন প্রাইম মেম্বররা ৭ জিবির বদলে পাবেন ৬০০ এমবি ৷
১৪৯ টাকায় ২৮ দিনের জন্য প্রাইম মেম্বররা পাবেন ২জিবি ৷ নন প্রাইম মেম্বরদের ক্ষেত্রে তা ১ জিবি ৷