TRENDING:

Jio Mobile Plans: জিওর ৪৪৮-৪৪৯ টাকার প্রিপেড প্ল্যানে মাত্র ১ টাকার পার্থক্য, তাতেই ফিচারে অবিশ্বাস্য বদল! জেনে নিন

Last Updated:

Jio Mobile Plans: রিলায়েন্স জিওর ৪৪৮ এবং ৪৪৯ টাকার প্রিপেড প্ল্যানের ফিচার এবং তফাত জানলে কেউই বিশ্বাস করবেন না যে মাত্র ১ টাকার ব্যবধানে পরিস্থিতি এতটা বদলে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই মুদ্রাস্ফীতির যুগে যদি গ্রাহকদের প্রশ্ন করা হয় ১ টাকার মূল্য কত, তাহলে বেশিরভাগ মানুষের উত্তর এতে একটা চকোলেটও এখন পাওয়া যায় না। যদি আমাদের পাঠকদের উত্তরও একই হয় তবে এই খবরে মনোযোগ দিতে হবে।
জিও প্রিপেড প্ল্যান
জিও প্রিপেড প্ল্যান
advertisement

আসলে ১ টাকার পার্থক্য যে কত বড় হতে পারে তা এই ঘটনা জানলেই বোঝা যাবে। রিলায়েন্স জিওর ৪৪৮ এবং ৪৪৯ টাকার প্রিপেড প্ল্যানের ফিচার এবং তফাত জানলে কেউই বিশ্বাস করবেন না যে মাত্র ১ টাকার ব্যবধানে পরিস্থিতি এতটা বদলে যায়।

আরও পড়ুন: বিষ ঝাড়ার ‘ওস্তাদকে’ সাপের ছোবল, তারপর? কুলতলির এই ঘটনা অবিশ্বাস্য!

advertisement

আসলে, রিলায়েন্স জিও তার প্রিপেড গ্রাহকদের একই সময়ে ২টি প্ল্যান অফার করে। উভয় প্ল্যানের বৈধতা ২৮ দিন। একটি প্ল্যানের দাম ৪৪৮ টাকা এবং অন্যটির দাম ৪৪৯ টাকা। এক নজরে আমরা ভাবব যে উভয় প্ল্যানই প্রায় একই রকম হবে। কিন্তু, এই দুটি পরিকল্পনার বিশদ বিবরণ দেখলে অনেকেই অবাক হয়ে যাবেন। এই প্ল্যানটি আমাদের জানায় যে মাত্র ১ টাকার পার্থক্য কত বড় হতে পারে৷

advertisement

আরও পড়ুন: শরীরে রয়েছে গোপন রোগ, এতদিন পর মুখ খুললেন তমন্নার প্রেমিক! কী হয়েছে বিজয়ের?

৪৪৮ টাকার প্ল্যান

কেউ যদি ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যান নেন, তাহলে কোম্পানি ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা প্রদান করে এবং প্রতিদিন ১০০টি SMSও পাওয়া যায়। এতদূর পর্যন্ত সবকিছু ঠিক আছে, তবে ডেটার ক্ষেত্রে, এই প্ল্যানে ৫৬ জিবি ডেটা দেওয়া হয়েছে, যা প্রতিদিন ২ জিবি পর্যন্ত ব্যবহার করা যায়। তবে এতে আনলিমিটেড ৫G ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের সবচেয়ে বিশেষ জিনিস হল এতে উপলব্ধ বিনোদনের। এই প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীরা JioCinema প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পান। এছাড়াও JioTV অ্যাপ, Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, FanCode এবং Hoichoi-এর সাবস্ক্রিপশনও পাওয়া যায়।

advertisement

৪৪৯ টাকার প্ল্যানের বিশেষত্ব কী?

রিলায়েন্স জিওর আরও একটি প্ল্যান রয়েছে যার দাম ৪৪৯ টাকা। এই প্ল্যানের বৈধতা মাত্র ২৮ দিনের, তবে এতে ব্যবহারকারীরা প্রতিদিন ৩ জিবি অর্থাৎ মোট ৮৪ জিবি ডেটা পাবেন। এতে আনলিমিটেড ৫G ডেটার সুবিধাও রয়েছে। এছাড়াও আনলিমিটেড কলিং এবং ১০০ এসএমএস পাওয়া যাচ্ছে।

কোনটি কার জন্য ভাল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

যদি পরিস্থিতি এমন হয় যে আমাদের প্রতিদিন আরও ডেটা খরচ করতে হবে, সেটা অফিসের কাজের জন্যই হোক বা গেম খেলার জন্যই হোক, তাহলে ৪৪৯ টাকার প্ল্যান নেওয়া উচিত, যাতে প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যায়। কিন্তু, কেউ যদি বিনোদনকে গুরুত্ব দেন তাহলে ৪৪৮ টাকার প্ল্যান কিনতে হবে। যদিও এতে ডেটা মাত্র ২ জিবি, তবে এতে ১১টি চ্যানেল এবং OTT-র সুবিধা রয়েছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio Mobile Plans: জিওর ৪৪৮-৪৪৯ টাকার প্রিপেড প্ল্যানে মাত্র ১ টাকার পার্থক্য, তাতেই ফিচারে অবিশ্বাস্য বদল! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল