রিপোর্টে বলা হয়েছে 1.1TB ডেটা অফার দিচ্ছে জিও ৷ দেশের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার জন্যেই দেদার এই ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে ৷
এই অফারে গ্রাহকরা 100Mbps speed-এ প্রতিমাসে 100GB বিনামূল্যে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ এই ডেটা শেষ হয়ে যাবার পরেও ফের নতুন করে ডেটা পাওয়া যাবে। মাসে ২৫ বারের জন্য ৪০ জিবি ফ্রি ডেটা পাবেন গ্রাহকেরা। অথার্ৎ গ্রাহকরা মাসে 1,100GB বা 1.1TB ফ্রি ডেটা পরিষেবা পাবেন ৷
advertisement
এই পরিষেবার জন্য গ্রাহকদের ৪ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে যা ফেরতযোগ্য ৷ এরপর গ্রাহকের বাড়িতে জিও রাউটার বসিয়ে দেওয়া হবে ৷
Location :
First Published :
May 07, 2018 12:18 PM IST