TRENDING:

প্রতিমাসে 1.1TB ফ্রি ডেটা অফার নিয়ে হাজির জিও ফাইবার: রিপোর্ট

Last Updated:

ফের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির জিও ৷ এবার বিনামূল্যে 1.1TB ডেটা অফার দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  ফের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির জিও ৷ এবার বিনামূল্যে 1.1TB ডেটা অফার দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা ৷ সম্প্রতি একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে ৷ টেলিকম দুনিয়ায় বিপ্লব আনার পর এবার শীঘ্রই ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও বলে রিপোর্টে দাবি করা হয়েছে ৷ ইতিমধ্যেই ‘ফাইবার টু দ্য হোম’ নামে এই পরিষেবা দিল্লি, জামনগর, আহমেদাবাদ, চেন্নাই, ভদোদরায় শুরু করেছে রিলায়েন্স জিও।
advertisement

রিপোর্টে বলা হয়েছে 1.1TB ডেটা অফার দিচ্ছে জিও ৷ দেশের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার জন্যেই দেদার এই ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে ৷

এই অফারে গ্রাহকরা 100Mbps speed-এ প্রতিমাসে 100GB বিনামূল্যে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ এই ডেটা শেষ হয়ে যাবার পরেও ফের নতুন করে ডেটা পাওয়া যাবে। মাসে ২৫ বারের জন্য ৪০ জিবি ফ্রি ডেটা পাবেন গ্রাহকেরা। অথার্ৎ গ্রাহকরা মাসে 1,100GB বা 1.1TB ফ্রি ডেটা পরিষেবা পাবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই পরিষেবার জন্য গ্রাহকদের ৪ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে যা ফেরতযোগ্য ৷ এরপর গ্রাহকের বাড়িতে জিও রাউটার বসিয়ে দেওয়া হবে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রতিমাসে 1.1TB ফ্রি ডেটা অফার নিয়ে হাজির জিও ফাইবার: রিপোর্ট