TRENDING:

জিও-র ডবল ডেটা অফার, ৩০৯ টাকায় মিলবে ৪৪৮ জিবি ডেটা

Last Updated:

জিও গ্রাহকদের জন্য ফের সুখবর ৷ এবার ডবল ডেটা অফার নিয়ে এসেছে রিল্যায়েন্স জিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই এককের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭২ মিলিয়নের কাছাকাছি ৷
advertisement

জিও গ্রাহকদের জন্য ফের সুখবর ৷ এবার ডবল ডেটা অফার নিয়ে এসেছে রিল্যায়েন্স জিও ৷ এবার মোবাইল ফোনের সঙ্গেও মিলবে 'জিও ধামাকা'র সুযোগ। নতুন এই অফারে স্যামসংয়ের মোবাইল কিনলে গ্রাহকরা পেয়ে যাবেন ডবল ডেটা ৷ এই অফারের জন্য স্যামসংয়ের সঙ্গে হাত মিলিয়েছে জিও ৷ স্যামসং গ্যালাক্সি এস এইট (Galaxy S8) এবং স্যামসং গ্যালাক্সি এস এইট প্লাস (Galaxy S8 Plus), এই দুটি স্মার্ট ফোন কিনলেই রিল্যায়েন্সের ডবল ডেটা পেয়ে যাবেন  ব্যবহারকারীরা ৷

advertisement

এই প্ল্যানে ৩০৯ টাকার মাসিক রিচার্জ করালেই ৮ মাসের বৈধতায় ৪৪৮ জিবি ফোর জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবে গ্রাহকরা ৷ অথার্ৎ দিনে ২জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন তারা ৷ এর মানে জিও ধন ধনা ধন অপারে যে পরিষেবা তার ডবল পেতে পারবেন আপনি যদি স্যামসংয়ের এই মোবাইল কেনেন ৷

advertisement

স্যামসং গ্যালাক্সি এস এইট (Galaxy S8) এবং স্যামসং গ্যালাক্সি এস এইট প্লাস (Galaxy S8 Plus) যারা কিনবেন তাদের জিও প্রাইম মেম্বরশিপের উপভোক্তা হতে হবে এই পরিষেবা পেতে ৷

৫মে থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে গ্যালাক্সি এস এইট এবং স্যামসুং গ্যালাক্সি এস এইট প্লাস। এখন থেকেই অনলাইনে বুকিং শুরু হয়ে গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

লঞ্চ করার সময় জিও নিয়ে এক গুচ্ছ অফারের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি ৷ সঙ্গে আশ্বাসও দিয়েছিলেন যে আগামী দিনেও আরও বেশি আকর্ষণীয় অফার থাকবে গ্রাহকদের জন্যে ৷ নিজের প্রতিশ্রুতি রেখেই একের পর এক চমক নিয়ে এসেছেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ আগামী দিনে আর কী সুবিধা নিয়ে আসছে সংস্থা সে দিকেই তাকিয়ে কোটি কোটি জিও গ্রাহক ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র ডবল ডেটা অফার, ৩০৯ টাকায় মিলবে ৪৪৮ জিবি ডেটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল