TRENDING:

Jio ম্যাজিক! শুধুমাত্র এপ্রিলেই বাংলায় সাড়ে চার লাখ জিও সাবস্ক্রাইবার! জনপ্রিয় হচ্ছে JioFiber

Last Updated:

বাংলায় এখন জিও এক নম্বর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হয়ে উঠছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জিও ম্যাজিক অব্যাহত। শুধুমাত্র এপ্রিল মাসেই বাংলায় ৪.৫২ লাখ নতুন সাবস্ক্রাইবার জিও-র। জিও ফাইবারের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়াল ৬০ হাজার। TRAI-এর পরিসংখ্যান বলছে, ৩০ এপ্রিল পর্যন্ত বাংলায় JioFiber-এর সাবস্ক্রাইবার সংখ্যা ৬২,৫৫১। ট্রাই আরও জানিয়েছে, বাংলার টেলিকম মার্কেটে ৩৮.৫ শতাংশ Reliance Jio-র দখলে। এই রাজ্যে এখন জিও মোবাইল সাবস্ক্রাইবারের সংখ্যা ২.১৯ কোটি। যা কি না রেকর্ডই বলা চলে। টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর দেওয়া এপ্রিলের হিসেব বলছে, জিও ওই মাসে কলকাতায় নতুন করে ১.৫ লক্ষ মোবাইল সাবস্ক্রাইবার যোগ করেছে। পাশাপাশি জিও-র ওয়্যারলাইন (Wireline) সাবস্ক্রাইবার সংখ্যাও ১.৪ লক্ষ পেরিয়েছে।
advertisement

শুধুমাত্র এপ্রিল মাসেই ৪,৫১,৫৪৩ সাবস্ক্রাইবার যোগ করেছে জিও। ভোডাফোন আইডিয়া যোগ করতে পেরেছে মাত্র ২৪,২৭৯ সাবস্ক্রাইবার। ভারতী এয়ারটেল হারিয়েছে ৩৭,৪৪১ সাবস্ক্রাইবার। বিএসএনএল হারিয়েছে ১,০৬৮ সাবস্ক্রাইবার। করোনা মহামারীর সময় একমাত্র জিও নতুন সাবস্ক্রাইবার যোগ করতে পেরেছে। গত বছর এপ্রিল মাসে ৪.৮ শতাংশ মার্কেট শেয়ার লাভ করেছিল জিও। ভোডাফোন হারিয়েছিল ৪.৪ শতাংশ মার্কেট শেয়ার। ওই একই সময়ে ভারতী এয়ারটেল হারিয়েছিল ০.৬ শতাংশ সাবস্ক্রাইবার। সারা দেশে জিও ৪৭.৫৬ লাখ নতুন সাবস্ক্রাইবার যোগ করেছে। ভোডাফোন যোগ করতে পেরেছে পাঁচ লাখ সাবস্ক্রাইবার। এই সময় বাকি প্রতিটি টেলিকম সংস্থা ব্যাপক হারে সাবস্ক্রাইবার হারিয়েছে। এপ্রিল মাসেই ভোডাফোন আইডিয়া ১৮ লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে। বিএসএএল হারিয়েছে ১৩ লাখ সাবস্ক্রাইবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

TRAI- এর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় এখন ওয়্য়ারলাইন সাবস্ক্রাইবার্সের হিসাবেও এক নম্বর হয়ে উঠছে জিও। ৩৬টি গুরুত্বপূর্ণ শহর ও মফস্বলে জিও ফাইবার কানেকশন পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। আৎো অনেক জায়গায় জিও ফাইভারের কানেকশন পৌঁছে দেওয়ার সাজ চলছে। বাংলায় এখন জিও এক নম্বর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হয়ে উঠছে। বাংলার ঘরে ঘরে জিও কানেকশন পৌঁছে দিতে বদ্ধপরিকর। জিও 4G নেটওয়ার্ক মানুষকে মানুষের সঙ্গে জুড়ে রাখছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio ম্যাজিক! শুধুমাত্র এপ্রিলেই বাংলায় সাড়ে চার লাখ জিও সাবস্ক্রাইবার! জনপ্রিয় হচ্ছে JioFiber
Open in App
হোম
খবর
ফটো
লোকাল