TRENDING:

বেড়াতে যাওয়ার আগে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে নিন; Jeep দিচ্ছে দারুন সুযোগ!

Last Updated:

Jeep: বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে Jeep ইন্ডিয়া। তারা আয়োজন করেছে এক বিশেষ সামার ক্যাম্প Jeep Summer Service Fiesta-র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গরম পড়েছে জোরদার। সেই সঙ্গে গরমের ছুটিও পড়ে গিয়েছে ছোটদের স্কুলে। বড়রাও অনেকে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। আর ঠিক এই সময় নিজের বাহনটি যদি বেগড়বাই করে তবে কার না মাথা গরম হয়! একটু লং ড্রাইভে যাঁরা যেতে চাইছেন তাঁরা আগে ভাগেই গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়ার কথা ভাবছেন।
advertisement

সেই কথা মাথায় রেখেই বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে Jeep ইন্ডিয়া। তারা আয়োজন করেছে এক বিশেষ সামার ক্যাম্প Jeep Summer Service Fiesta-র।

সংস্থার তরফে জানানো হয়েছে, সংস্থার গ্রাহকদের জন্য এই বিশেষ আয়োজন, যেখানে গোটা একমাস ধরে দেওয়া হবে নানা সুযোগ। যাঁরা গাড়ির জন্য পরিষেবা চান বা কোনও যন্ত্রাংশ কিনতে চান তাঁরা পাবেন আকর্ষণীয় ছাড়।

advertisement

আরও পড়ুন- বাড়িতে AC লাগানোর আগে এই কাজটা করে নিন! না হলে সামান্য টাকার জন্য বড় বিপদ

দেখে নেওয়া যাক কেমন সুযোগ পাওয়া যেতে পারে—

১. নিকটবর্তী কোনও ডিলারের কাছ থেকে সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট বুক করলেই কমপ্লিমেন্টারি ৪০ পয়েন্ট পাওয়া যাবে গাড়ির স্বাস্থ্য পরীক্ষার জন্য।

২. নির্বাচিত অ্যাকসেসারির উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

advertisement

৩. নির্বাচিত যন্ত্রাংশের উপর সরাসরি ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

৪. এসি-র ‘ডিসইনফেকশন ট্রিটমেন্ট’-এর জন্য ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

৫. ‘কার কেয়ার ট্রিটমেন্ট’-এ পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়।

৬. Fiat-এর বিশেষ পরিষেবা পাওয়া যাবে মাত্র ৩,৭৫০ টাকা (পেট্রোল) ও ৪,০৯৯ টাকায় (ডিজেল)।

Jeep-এর তরফে এই বিশেষ সুযোগ দেওয়া হবে শুধু মাত্র এক মাসের জন্য। যাঁরা ইতিমধ্যেই সংস্থার গ্রাহক শুধু তাঁরাই পাবেন। আগ্রহী গ্রাহকেরা সামার ক্যাম্পের এই সুযোগ সম্পর্কে আরও বিস্তারিত জানান জন্য নিকটবর্তী যে কোনও অনুমদিত Jeep ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভারতের যে কোনও প্রান্তে এই সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছে Jeep।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে মনে রাখতে হবে, এই বিশেষ ছাড় পেতে গেলে কিছু শর্ত মেনে চলতে হবে। নির্দিষ্ট সময়ের জন্যই এই ছাড় পাওয়া যাবে। তাছাড়া শুধুমাত্র নির্ধারিত কিছু মডেল, যন্ত্রাংশ বা অ্যাকসেসরির ক্ষেত্রেই এই সুযোগ পাওয়া সম্ভব।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বেড়াতে যাওয়ার আগে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে নিন; Jeep দিচ্ছে দারুন সুযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল