এই ইউরোপিয়ান কোম্পানিটি নাম হল ‘দ্য এক্সপ্লোরেশন কোম্পানি’। মহাকাশযানের উৎক্ষেপণে ফরাসি সংস্থা ‘অ্যারিয়েনস্পেস’র বদলে ইসরোর পিএসএলভি (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল)-কে কাজে লাগাবে ইউরোপীয় সংস্থাটি। ‘টেকক্রাঞ্চ’ নামে আমেরিকার একটি অনলাইন সংবাদপত্র থেকে এমনটাই তথ্য জানা গিয়েছে। বিকিনি আসলে উপরোক্ত কোম্পানির রিইউজেবল রি-এন্ট্রি মডিউল নিক্স(NYX)-এর ছোট ভার্সান।
আরও পড়ুন: WhatsApp-এই পাওয়া যাবে শপিং-এর মজা! নতুন ফিচার সম্বন্ধে জানেন কি?
advertisement
পিএসএলভি বিকিনিকে মহাকাশে ৫০০ মিটার উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তারপর পৃথিবীর দিকে আবার ফিরে আসবে। বায়ুমণ্ডল পেরিয়ে সমুদ্রে গিয়ে পড়বে। বিকিনির ওজন মাত্র ৪০ কিলোগ্রাম।
‘বিকিনি’কে চাঁদে ২০২৬ সালে পাঠানোই ইউরোপীয় সংস্থাটির লক্ষ্য বলে দাবি করেছে নানা সংবাদমাধ্যম। ওই অভিযান হবে ২০২৮ সাল নাগাদ হবে বলেই দাবি ‘দ্য নেক্স ওয়েব’ নামে ইউরোপীয় ওয়েবসাইটের।