TRENDING:

আইফোন 16 পাওয়া যাচ্ছে জলের দরে! হাতে সময় কম, 'ব্ল্যাক ফ্রাইডে' সেলে কী ভাবে কোথায় পাবেন জানুন!

Last Updated:

Apple-এর iPhone 16 এখন ব্ল্যাক ফ্রাইডে সেলে মাত্র ₹39,990 টাকায়, Apple Intelligence AI ও Siri AI-সহ. অফার ৩০ নভেম্বর পর্যন্ত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এখন আইফোন ১৬ (iphone 16) পাওয়া যাচ্ছে মাত্র ₹39,990 টাকায়। ব্যাঙ্ক অফার, কুপন এবং এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে অ্যাপলের (Apple) এই AI–চালিত ফোনটি অত্যন্ত কম দামে কিনে নেওয়া যাচ্ছে। অফারটি ব্ল্যাক ফ্রাইডে সেলের অংশ, এবং এটি ৩০ নভেম্বর পর্যন্ত  থাকছে। অতএব হাতে আর একদম সময় নেই।
ব্ল্যাক ফ্রাইডে সেলে এমন অফার আর কোথায়! আইফোন ১৬-এর দাম কমেছে ৪০ হাজার টাকারও বেশি।
ব্ল্যাক ফ্রাইডে সেলে এমন অফার আর কোথায়! আইফোন ১৬-এর দাম কমেছে ৪০ হাজার টাকারও বেশি।
advertisement

আইফোনের জনপ্রিয়তা বরাবরের মতোই তুঙ্গে, দাম যতই বেশি হোক না কেন। আইফোন ১৬ বাজারে এসেছে ২০২৪ সালে, এবং এটি অ্যাপলের প্রথম বেস মডেল যেখানে রয়েছে Apple Intelligence AISiri AI সাপোর্ট। ক্রোমার ব্ল্যাক ফ্রাইডে সেলের দৌলতে এই ফোন এখন প্রায় ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে—যা ভারতে এ পর্যন্ত অন্যতম সেরা অফার।

advertisement

বিশেষজ্ঞদের মতে, দেরি করে ঘুম থেকে উঠলে কী ভাবে কমে যায় শরীরের ভিটামিন–ডি মাত্রা! জানলে রোজ সকালে উঠবেন

আজ ৫ লক্ষ টাকার সোনা কিনলে ২০৩০ সালে তার দাম কত হবে? বিনিয়োগের আগে জেনে নিন

ক্রোমা জানিয়েছে, কী ভাবে বিভিন্ন ছাড় মিলিয়ে এই ফোনের দাম ৪০ হাজার টাকার নীচে নামানো সম্ভব। ফোনটির সেলিং প্রাইস রাখা হয়েছে ₹66,490, যা লঞ্চ প্রাইসের থেকে ১৩ হাজার টাকার বেশি কম। এরপর যোগ হবে নির্বাচিত ব্যাংক কার্ডের অফার, অতিরিক্ত ডিসকাউন্ট কুপন এবং এক্সচেঞ্জ বোনাস—সব মিলে দাম নেমে আসবে ₹39,990 টাকায়। অফারটি ইতিমধ্যেই লাইভ এবং ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে।

advertisement

আইফোন 16 পাওয়া যাচ্ছে জলের দরে! হাতে সময় কম, ‘ব্ল্যাক ফ্রাইডে’ সেলে কী ভাবে কোথায় পাবেন জানুন!

Apple iPhone 16–এর স্পেসিফিকেশন

advertisement

  • ডিসপ্লে: ৬.১-ইঞ্চির সুপার রেটিনা XDR, ডায়নামিক আইল্যান্ড সাপোর্টসহ (ProMotion নেই)।
  • প্রসেসর: A18 চিপসেট, বিশেষ ভাবে Apple Intelligence AI ফিচারের জন্য তৈরি।
  • রেয়ার ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি + ১২ মেগাপিক্সেল আলট্রা–ওয়াইড।
  • ফ্রন্ট ক্যামেরা: ১২ মেগাপিক্সেল, ফেস আইডি সাপোর্টসহ।
  • পোর্ট ও চার্জিং: USB–C পোর্ট, Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট (২৫ ওয়াট পর্যন্ত)।
  • advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান-আলু নয়! সেড হাউস বানিয়ে জারবেরা চাষ করে কোটি কোটি টাকা আয় সম্ভব
আরও দেখুন

আইফোন ১৬ কেনার সবচেয়ে বড় সুবিধা হলো অ্যাপলের নতুন AI ফিচার, এবং শীঘ্রই আসছে নতুন Siri AI আপগ্রেড। কোম্পানি জানিয়েছে, এই AI সুবিধাগুলো খুব শিগগিরই আরও বহু দেশে রোল আউট করা হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আইফোন 16 পাওয়া যাচ্ছে জলের দরে! হাতে সময় কম, 'ব্ল্যাক ফ্রাইডে' সেলে কী ভাবে কোথায় পাবেন জানুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল