সম্প্রতি ফ্লিপকার্ট ঘোষণা করেছে যে, সর্বশেষ আপডেড ভার্সনে লঞ্চ হওয়া আইফোন মডেলে এখনও পর্যন্ত সেরা ‘প্রাইজ ড্রপ’ অফারের আয়োজন করেছে তারা। ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট তার প্ল্যাটফর্মে একটি টিজার পোস্ট করেছে, এতে 'রক বটম প্রাইস'-এ iPhone 14 এবং iPhone 14 Plus মিলছে আকর্ষণীয় দামে।
আরও পড়ুন- বছর ঘুরতেই সামান্য দামের এই স্কুটারগুলি বাজার কাঁপাতে পারে
advertisement
যদিও ফ্লিপকার্টের এমন আকর্ষণীয় অফার আগেও অনেকবার এসেছে। ফ্লিপকার্ট ক্রমাগত iPhone 14 সিরিজের ফোনগুলিতে এর আগেও ছাড় দিয়েছে।
iPhone 14 সিরিজের লঞ্চের পরে Apple ঘোষণা করেছিল যে পুরনো ভার্সনের ফোনগুলিতে রিটেইল প্রাইসের মূল্য কমিয়ে ৬৯ হাজার ৯৯০ টাকা করা হবে। তাই ফ্লিপকার্ট iPhone 13-তে প্রায় ২০ হাজার টাকার ডিসকাউন্ট অফার করছিল।
এই অফারটি সীমিত সময়ের জন্যই গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। বর্তমানেও এমনটাই মনে করা হচ্ছে যে, ফ্লিপকার্ট আইফোনের এই লেটেস্ট ভার্সনের ক্ষেত্রেও একই রকমের বিজনেস পলিসি গ্রহণ করতে চলেছে। ফ্লিপকার্ট জানিয়েছে যে, এই অফারের টিজারে এটিই নববর্ষের সবচেয়ে বড় চমক।
iPhone 14-এর ১২৮ জিবি স্টোরেজ বর্তমানে ৫ হাজার ৯১০ টাকার ছাড়ে উপলব্ধ রয়েছে। সমস্ত অফার সহ আইফোনের এই সেটটি পাওয়া যাবে মাত্র ৭৩ হাজার ৯৯০ টাকায়।
এছাড়াও ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে প্রায় ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ছাড়ও পেতে পারেন। ফলে সবসুদ্ধ iPhone 14-এর মূল্য দাঁড়াচ্ছে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
আরও পড়ুন- মাত্র ১১ হাজার টাকা দিলেই বাড়িতে 'বুলেট'! Royal Enfield এমন অফার দিচ্ছে প্রথমবার
এছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্ম গ্রাহকদের পুরনো স্মার্টফোনের বিনিময়ে ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এর মানে হল যে, গ্রাহকরা এবারে সমস্ত ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্ট সহ মাত্র ৪৬ হাজার ৯৯০ টাকায় ফ্লিপকার্ট থেকে iPhone 14 কিনতে পারবেন।