Instagram-এর ক্যান্ডিড চ্যালেঞ্জ ফিচার -
Instagram-এর ক্যান্ডিড চ্যালেঞ্জ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তাঁর ক্যান্ডিড ছবি শেয়ার করতে পারবেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ জন্য নোটিফিকেশন পাঠানো হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন সেট করতে পারবেন সময় এবং প্রতিদিন নিজেদের ক্যান্ডিড ছবি এবং ভিডিও তুলে শেয়ার করতে পারবেন।
Instagram-এর ক্যান্ডিড চ্যালেঞ্জ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দুই মিনিটের মধ্যে তাঁদের মোবাইলের সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে ছবি এবং ভিডিও তুলতে পারবেন শেয়ার করার জন্য। Instagram অ্যাপে ব্যবহারকারীদের স্টোরিতে দেখা যাবে সেই ক্যান্ডিড ছবি এবং ভিডিও। এখন Instagram-এর ক্যান্ডিড চ্যালেঞ্জ ফিচার পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সকল ব্যবহারকারীর জন্য চালু করে দেওয়া হবে এই ফিচার। মনে করা হচ্ছে Instagram-এর ক্যান্ডিড চ্যালেঞ্জ ফিচার অনেকটাই ফ্রান্সের একটি অ্যাপ থেকে অনুপ্রাণিত।
advertisement
আরও পড়ুন: এই কারণে পড়ে যাচ্ছে না তো আপনার চুল? টাক পড়ার আগে এখুনি জানুন কী করবেন!
ফ্রেঞ্চ সোশ্যাল মিডিয়া অ্যাপ 'বিরিয়াল' (BeReal) এই ফিচার চালু করেছিল ২০২০ সালে। এই ফিচারের মাধ্যমেও ব্যবহারকারীদের অ্যাপের তরফে প্রতিদিন জানানো হয় নিজেদের ক্যান্ডিড ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য। ব্যবহারকারীরা যে সময় ঠিক করে রাখেন সেই নির্দিষ্ট সময়েই নোটিফিকেশন পাঠানো হয়। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের ক্যান্ডিড ছবি এবং ভিডিও শেয়ার করতে পারেন নির্দিষ্ট সময়ে। প্রযুক্তি গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি (Alessandro Paluzzi) ট্যুইট করে Instagram-এর নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছেন।