TRENDING:

Instagram-এ এবার ‘Flipside’! ফিচারের সাহায্যে পোস্ট কে দেখবে, সেটা রাখুন নিজের হাতে

Last Updated:

যাঁরা নিজেদের পোস্ট কেবল ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে সীমিত রাখতে চান, তাঁদের সেই সুযোগ দেবে এই Flipside ফিচার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোশ্যাল মিডিয়ার জগতে এই মুহূর্তে Instagram-ই রয়েছে এক নম্বরে, এমনটা দাবি করলে খুব একটা ভুল হবে না, অনেকেই সম্মতিও প্রকাশ করবেন। তবে, যাঁরা দীর্ঘ দিন ধরে Facebook ব্যবহার করে এসেছেন, তাঁদের কিছু বিষয় নিয়ে অস্বস্তি হতেই পারে।
Instagram-এ এবার ‘Flipside’! ফিচারের সাহায্যে পোস্ট কে দেখবে, সেটা রাখুন নিজের হাতে
Instagram-এ এবার ‘Flipside’! ফিচারের সাহায্যে পোস্ট কে দেখবে, সেটা রাখুন নিজের হাতে
advertisement

এর মধ্যে অন্যতম হল নিজের পোস্টের ভিউয়ার সীমিত রাখা। অর্থাৎ কে পোস্ট দেখবে আর কে দেখবে না, সেটা ঠিক করে রাখা। ইউজারদের এই দাবি মেটাতে Instagram-এ এবার আসতে চলেছে Flipside ফিচার।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি অর্ন্তবর্তী বাজেট, প্রযুক্তি খাতে কী কী ঘোষণা করতে পারে কেন্দ্র? প্রযুক্তি বিশেষজ্ঞদের চাহিদা দেখে নিন

advertisement

এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ না করলেই নয়। ফিচারটি কিন্তু বর্তমানে একটি ছোট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ, মেটা-মালিকানাধীন ফটো এবং ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম এই বৈশিষ্ট্যটিকে একটি বৃহত্তর ব্যবহারকারীর বেসে প্রসারিত করতে চায়, এই যা। এও শোনা যাচ্ছে যে সংস্থার প্রধান অ্যাডাম মোসেরি এখনও এই ফিচারটি চালু করার ব্যাপারে নিশ্চিত নন, সংস্থা আপাতত ইউজারের প্রতিক্রিয়া নোট করছে, তার উপরে ভিত্তি করেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

এবার প্রশ্ন আসে, এই ফিচার ঠিক কী কাজে আসবে। দ্য স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন এই সূত্রে জানাচ্ছে যে যাঁরা নিজেদের পোস্ট কেবল ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে সীমিত রাখতে চান, তাঁদের সেই সুযোগ দেবে এই Flipside ফিচার।

এও মনে রাখতে হবে যে এই সোশ্যাল মিডিয়ায় অনেকেই একটি পৃথক অ্যাকাউন্ট রাখেন, যাকে ফিনস্টা বা ফেক ইস্টা নামে তকমা দেওয়া হয়। Flipside ইউজারদের সেই ঝক্কির হাত থেকে মুক্তি দেবে, এক অ্যাকাউন্টেই বেঁধে দেওয়া যাবে কে পোস্ট দেখবেন আর কে দেখবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু এখানে একটা মজার ব্যাপারও রয়েছে। জানা গিয়েছে যে Instagram এই আসন্ন ফিচারের মাধ্যমে ইউজারদের একটা নতুন ইউজারনেম, প্রোফাইল পিক এবং বায়ো আপলোড করার সুবিধা দেবে। অর্থাৎ, Flipside প্রোফাইল মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থেকেও একটা আলাদা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ব্যাপার বেশ ভাল, সন্দেহ নেই। দেখা যাক কত দিনে তা চালু হয়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram-এ এবার ‘Flipside’! ফিচারের সাহায্যে পোস্ট কে দেখবে, সেটা রাখুন নিজের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল