ধানবাদে 4G স্পিড ৯৫.৩ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে রাঁচি৷ ধানবাদ ছাড়া একমাত্র রাঁচিতেই 4G স্পিড ৯৫ শতাংশের বেশি৷ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীনগর(৯৪.৯ শতাংশ), রায়পুর(৯৪.৮ শতাংশ) ও পটনা(৯৪.৫ শতাংশ)৷
এই বিষয়ে ছোট শহরগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলো৷ হায়দরাবাদ(৯০.৫ শতাংশ), আহমেদাবাদ(৯২.৭ শতাংশ) ও বেঙ্গালুরুতে(৯২.৩ শতাংশ) অবস্থা কিছুটা ভাল হলেও কোনও মতে ৯০ শতাংশের কোঠা পেরোতে পেরেছে দিল্লি ও মুম্বই৷
advertisement
Location :
First Published :
March 29, 2019 10:16 AM IST