TRENDING:

মেট্রো শহর নয়, ভারতের এই শহরেই 4G স্পিড সবচেয়ে বেশি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: আপনি কি মাঝে মাঝেই ফোনের লো কানেকটিভিটির চোটে জেরবার হয়ে পড়েন? লন্ডনের নেটওয়ার্ক অ্যানালিটিকস সংস্থা ওপেনসিগন্যাল-এর রিপোর্ট অনুযায়ী ভারতের যে ৫০টি শহরে 4G নেটওয়ার্কের গতি শতাংশের বেশি তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ধানবাদ৷
advertisement

ধানবাদে 4G স্পিড ৯৫.৩ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে রাঁচি৷ ধানবাদ ছাড়া একমাত্র রাঁচিতেই 4G স্পিড ৯৫ শতাংশের বেশি৷ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীনগর(৯৪.৯ শতাংশ), রায়পুর(৯৪.৮ শতাংশ) ও পটনা(৯৪.৫ শতাংশ)৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

এই বিষয়ে ছোট শহরগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলো৷ হায়দরাবাদ(৯০.৫ শতাংশ), আহমেদাবাদ(৯২.৭ শতাংশ) ও বেঙ্গালুরুতে(৯২.৩ শতাংশ) অবস্থা কিছুটা ভাল হলেও কোনও মতে ৯০ শতাংশের কোঠা পেরোতে পেরেছে দিল্লি ও মুম্বই৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মেট্রো শহর নয়, ভারতের এই শহরেই 4G স্পিড সবচেয়ে বেশি