TRENDING:

চিনা অ্যাপ TikTok-কে দূর করতে মরিয়া ভারতীয়রা, রব উঠেছে #BanTikTok

Last Updated:

TikTok অ্যাপ বন্ধ করা নিয়ে এর আগেও সোরগোল হয়েছিল৷ তবে সেই বিতর্ক দূরে সরিয়ে ভারতে নিজেদের বাজার খুবই ভাল চলছিল চিনা অ্যাপের৷ তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই মজে ছিলেন TikTok ভিডিও বানাতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: TikTok-র জনপ্রিয়তা আর চাইছেন না ভারতীয়রা৷ চিনা এই অ্যাপ এখন মাথাব্যথার কারণ হয়েছে দাঁড়িয়ে ভারতের জন্য৷ তাই তো এই অ্যাপের রেটিং খারাপ প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন অনেকে৷ নেটিজেনরা চাইছেন দেশ থেকে দূর হোক এই অ্যাপ, কারণ এতে একটি ভিডিও আপলোড হয়েছে যাতে অ্যাসিড অ্যাটাকের মত ঘটনাকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ এবং এর ফলেই চটেছেন নেটিজেনরা৷
advertisement

TikTok অ্যাপ বন্ধ করা নিয়ে এর আগেও সোরগোল হয়েছিল৷ তবে সেই বিতর্ক দূরে সরিয়ে ভারতে নিজেদের বাজার খুবই ভাল চলছিল চিনা অ্যাপের৷ তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই মজে ছিলেন TikTok ভিডিও বানাতে৷ তাই কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তায় অনেক অ্যাপকে পিছনে ফেলে দিয়েছিল এই অ্যাপটি৷ কিন্তু বাধ সাধল ফয়জল সিদ্দিকির একটি ভিডিও৷ TikTok-এ ১৩ মিলিয়ান ভক্ত রয়েছে তার৷ অর্থাৎ তার একটি ভিডিও বিপুল সাড়া ফেলবে, এটাই স্বাভাবিক৷ আর এখানেই বড় ভুল করলে বসলেন এই তরুণ৷ এমন একটি ভিডিও বানালেন যাতে অ্যাসিড অ্যাটাককে বেশি করে প্রচার করা হল বলেই মত অনেকের৷

advertisement

Image credits: Twitter.

এরপরই শুরু হয় বিতর্ক৷ জাতীয় মহিলা কমিশন জানায় যে TikTok কর্তৃপক্ষকে এই ভিডিওটি সরানোর দাবি জানিয়েছেন তারা৷ এই ভিডিওটি অ্যাসিড আক্রান্তদের ছোট করেছে এবং মহিলা নির্যাতনর কথা বলেছে, যা অপরাধ৷

Image credits: Twitter.

advertisement

এরপর থেকেই #BanTikTok-র প্রচার শুরু করেছেন নেটিজেনরা৷ TikTok নিয়ে চলছে নেতিবাচক প্রচার৷ ফলে এই অ্যাপের রেটিং অনেকটা কমেছে৷ অনেকে আবার ছবির মারফতে সেই তথ্যও তুলে ধরেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

Image credits: Twitter.

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চিনা অ্যাপ TikTok-কে দূর করতে মরিয়া ভারতীয়রা, রব উঠেছে #BanTikTok
Open in App
হোম
খবর
ফটো
লোকাল