ভারতে আপলোড স্পিড 4.76 Mbps. গ্লোবাল ইন্টারনেট ডাউনলোড স্পিড 46.73 Mbps. সেখানে ভারতে ডাউনলোড স্পিড 12.49 Mbps. বুঝতেই পারছেন, নাম কে ওয়াস্তে ফোর-জি পরিষেবা ব্যবহার করলেও আমরা আসলে কতটা পিছিয়ে! সার্ক দেশগুলির মধ্য ইন্টারনেট স্পিডের বিচারে পাকিস্তান রয়েছে দুইয়ে। যে পাকিস্তান বহু ক্ষেত্রে ভারতের থেকে অনেক পিছিয়ে। কিন্তু এক্ষেত্রে ইমরান খানের দেশ ভারতের থেকে এগিয়ে। পাকিস্তানে ডাউনলোড স্পিড 17.95 ও আপলোড স্পিড 11.16 Mbps. শ্রীলঙ্কায় ডাউনলোড স্পিড 17.36 ও আপলোড স্পিড 8.40 Mbps.
advertisement
ইন্টারনেট স্পিড ভারতের থেকে ভূটানেও অনেকটা বেশি। সেখানে ডাউনলোড স্পিড ১৫ এমবিপিএস-এর কাছাকাছি। মালদ্বীপ তো অনেকটাই এগিয়ে। সেখানে ডাউনলোড স্পিড ৪৪.৩০ এমবিপিএস। তবে বাংলাদেশ ও আফগানিস্তানের থেকে ভারত কিছুটা এগিয়ে। বাংলাদেশে ডাউনলোড স্পিড ১০.৩৭। আফগানিস্তানে ইনটারনেট স্পিড সারা বিশ্বে সব থেকে কম। সেখানে আপলোড স্পিড ৩.৩। ডাউনলোড হয় ৬.৬৩ এমবিপিএস গতিতে।