TRENDING:

Bikes: জীবনের প্রথম বাইক কিনবেন ভাবছেন? ঠিক মডেল না বাছলেই মুশকিল, রইল টিপস 

Last Updated:

যাঁরা সদ্য নতুন নতুন লাইসেন্স পেয়েছেন, তাঁরা নিশ্চয়ই নতুন একটি বাইক কেনার কথা ভাবছেন। আর নতুনদের জন্য সেরা কয়েকটি বাইকের তালিকা সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বহু কলেজ-পড়ুয়াই একটা বাইকের স্বপ্ন দেখেন। আসলে একটা বাইক থাকলে ঘোরাঘুরি তো করা যায়ই, সেই সঙ্গে বন্ধুমহলেও বেশ একটা প্রভাব থাকে। প্রত্যেক তরুণ-তরুণীই আজকাল বাইক চালানো শিখতে চান এবং বাইক ছুটিয়ে বেড়াতে বেরিয়ে যেতে চান। আর যাঁরা সদ্য নতুন নতুন লাইসেন্স পেয়েছেন, তাঁরা নিশ্চয়ই নতুন একটি বাইক কেনার কথা ভাবছেন। আর নতুনদের জন্য সেরা কয়েকটি বাইকের তালিকা সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
News18
News18
advertisement

TVS Raider 125:

রেসিংয়ের জন্য জনপ্রিয় TVS। কমিউটার সেগমেন্টের বাইক TVS Raider 125। তবে এতে রয়েছে একটা স্পোর্টি ক্যারেক্টার। Raider 125-এ রয়েছে LED হেডলাইট ও DRL, LED টেললাইট, ৫ ইঞ্চি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রাইডিং মডেল এবং স্টার্ট/স্টপ সিস্টেমের মতো ফিচার। এতে রয়েছে USB চার্জার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফাংশন-সহ TVS Smart Connect সিস্টেম। এই সেগমেন্টে এই বাইকটি প্রিমিয়াম অনুভূতি দেয়। রয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স। নতুন রাইডারদের জন্য একেবারে আদর্শ এটি। আর মুম্বইয়ে এই বাইকটির অন-রোড প্রাইস ১.০৬ লক্ষ টাকা থেকে ১.২৪ লক্ষ টাকা পর্যন্ত।

advertisement

আরও পড়ুন- লাল পোশাকের সুন্দরী বার্তাবাহক, লাল খাম আর প্রভাবশালীদের যোগাযোগ, Red Envelope Society কী?

Yamaha MT-15:

বেশ কিছু সময় ধরে বাজারে রয়েছে Yamaha MT-15। ১৫০ সিসি ক্লাসে এটা সবথেকে শক্তিশালী বাইক। কিন্তু নতুন রাইডারদের জন্যও আদর্শ এটি। এতে রয়েছে নানা ফিচার। এর মধ্যে অন্যতম হল – all-LED লাইটিং, আপসাইড-ডাউন ফর্কস, LCD ডিসপ্লে, ড্যুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যাপ-কানেক্টেড ফিচার। MT-15 বাইকটি একটি ১৫৫ সিসি লিক্যুইড-কুলড ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা ১৮.১৪ বিএইচপি এবং ১৪.১ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। মুম্বইয়ে Yamaha MT-15-এর অন-রোড প্রাইস ২.০৮ লক্ষ টাকা থেকে ২.১৪ লক্ষ টাকার মধ্যে।

advertisement

TVS Apache RTR 160 4V:

TVS Apache RTR 160 4V বাইকে রয়েছে আপসাইড-ডাউন ফর্কস ও ড্যুয়াল চ্যানেল ABS, LED হেডলাইট ও টেললাইট, অ্যাপ-কানেক্টেড ফিচার এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো ফিচার। এতে রয়েছে একটি ১৫৯.৭ সিসি-র ইঞ্জিন এবং এটি ১৬.২ বিএইচপি ও ১৪.৮ এনএম টর্ক উৎপাদন করে। রয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স। মুম্বইয়ে TVS RTR 160 4V-এর অন-রোড প্রাইস ১.৪৮ লক্ষ টাকা থেকে ১.৭০ লক্ষ টাকার মধ্যে।

advertisement

Bajaj NS 160:

স্টাইলিশ এবং শক্তিশালী বাইক এটি। রয়েছে ড্যুয়াল-ক্যামেরা ABS, LED হেডলাইট ও DRL, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ আরও নানা ফিচার। এতে রয়েছে ১৬০.৩৩ সিসি ইঞ্জিন। যা ১৭.০৩ বিএইচপি ও ১৪.৬ এনএম টর্ক উৎপাদন করে। রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। মুম্বইয়ে এর অন-রোড প্রাইস ১.৬৮ লক্ষ টাকা থেকে ১.৭২ লক্ষ টাকার মধ্যে।

advertisement

Hero Xtreme 125R:

Xtreme 125R-এ রয়েছে ABS, all-LED লাইটিং, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হ্যাজার্ড ল্যাম্প এবং স্মার্টফোন কানেক্টিভিটির মতো ফিচার। এতে রয়েছে ১২৪.৭ সিসি ইঞ্জিন। যা ১১.৪ বিএইচপি ও ১০.৫ এনএম টর্ক উৎপাদন করে। রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। মুম্বইয়ে এর অন-রোড প্রাইস ১.১৬ লক্ষ টাকা থেকে ১.২৪ লক্ষ টাকার মধ্যে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Bikes: জীবনের প্রথম বাইক কিনবেন ভাবছেন? ঠিক মডেল না বাছলেই মুশকিল, রইল টিপস 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল