TVS Raider 125:
রেসিংয়ের জন্য জনপ্রিয় TVS। কমিউটার সেগমেন্টের বাইক TVS Raider 125। তবে এতে রয়েছে একটা স্পোর্টি ক্যারেক্টার। Raider 125-এ রয়েছে LED হেডলাইট ও DRL, LED টেললাইট, ৫ ইঞ্চি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রাইডিং মডেল এবং স্টার্ট/স্টপ সিস্টেমের মতো ফিচার। এতে রয়েছে USB চার্জার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফাংশন-সহ TVS Smart Connect সিস্টেম। এই সেগমেন্টে এই বাইকটি প্রিমিয়াম অনুভূতি দেয়। রয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স। নতুন রাইডারদের জন্য একেবারে আদর্শ এটি। আর মুম্বইয়ে এই বাইকটির অন-রোড প্রাইস ১.০৬ লক্ষ টাকা থেকে ১.২৪ লক্ষ টাকা পর্যন্ত।
advertisement
আরও পড়ুন- লাল পোশাকের সুন্দরী বার্তাবাহক, লাল খাম আর প্রভাবশালীদের যোগাযোগ, Red Envelope Society কী?
Yamaha MT-15:
বেশ কিছু সময় ধরে বাজারে রয়েছে Yamaha MT-15। ১৫০ সিসি ক্লাসে এটা সবথেকে শক্তিশালী বাইক। কিন্তু নতুন রাইডারদের জন্যও আদর্শ এটি। এতে রয়েছে নানা ফিচার। এর মধ্যে অন্যতম হল – all-LED লাইটিং, আপসাইড-ডাউন ফর্কস, LCD ডিসপ্লে, ড্যুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যাপ-কানেক্টেড ফিচার। MT-15 বাইকটি একটি ১৫৫ সিসি লিক্যুইড-কুলড ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা ১৮.১৪ বিএইচপি এবং ১৪.১ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। মুম্বইয়ে Yamaha MT-15-এর অন-রোড প্রাইস ২.০৮ লক্ষ টাকা থেকে ২.১৪ লক্ষ টাকার মধ্যে।
TVS Apache RTR 160 4V:
TVS Apache RTR 160 4V বাইকে রয়েছে আপসাইড-ডাউন ফর্কস ও ড্যুয়াল চ্যানেল ABS, LED হেডলাইট ও টেললাইট, অ্যাপ-কানেক্টেড ফিচার এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো ফিচার। এতে রয়েছে একটি ১৫৯.৭ সিসি-র ইঞ্জিন এবং এটি ১৬.২ বিএইচপি ও ১৪.৮ এনএম টর্ক উৎপাদন করে। রয়েছে একটি ৫-স্পিড গিয়ারবক্স। মুম্বইয়ে TVS RTR 160 4V-এর অন-রোড প্রাইস ১.৪৮ লক্ষ টাকা থেকে ১.৭০ লক্ষ টাকার মধ্যে।
Bajaj NS 160:
স্টাইলিশ এবং শক্তিশালী বাইক এটি। রয়েছে ড্যুয়াল-ক্যামেরা ABS, LED হেডলাইট ও DRL, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ আরও নানা ফিচার। এতে রয়েছে ১৬০.৩৩ সিসি ইঞ্জিন। যা ১৭.০৩ বিএইচপি ও ১৪.৬ এনএম টর্ক উৎপাদন করে। রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। মুম্বইয়ে এর অন-রোড প্রাইস ১.৬৮ লক্ষ টাকা থেকে ১.৭২ লক্ষ টাকার মধ্যে।
Hero Xtreme 125R:
Xtreme 125R-এ রয়েছে ABS, all-LED লাইটিং, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হ্যাজার্ড ল্যাম্প এবং স্মার্টফোন কানেক্টিভিটির মতো ফিচার। এতে রয়েছে ১২৪.৭ সিসি ইঞ্জিন। যা ১১.৪ বিএইচপি ও ১০.৫ এনএম টর্ক উৎপাদন করে। রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। মুম্বইয়ে এর অন-রোড প্রাইস ১.১৬ লক্ষ টাকা থেকে ১.২৪ লক্ষ টাকার মধ্যে।