কিন্তু এর অন্য একটা দিকও রয়েছে। ভার্চুয়াল কোনও অ্যাকাউন্ট কোনও ব্যক্তির মৃত্যুর পর উদ্ধার করা যতখানি কষ্টসাধ্য, ততখানি কষ্টসাধ্য মোবাইল আনলক করা।
বিশেষত iPhone আনলক করা খুবই কঠিন। Apple নিজেই জানিয়েছে এর সমাধান। Apple জানিয়েছে, তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হস্তান্তরের একটি উপায় তৈরি করছে। iOS 15.2, iPadOS 15.2 এবং macOS 12.1 বা তার উপরের যেকোনও Apple ডিভাইসে এই সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা Apple ID-তে একটি ‘Legacy Contact’ যোগ করার অপশন পাবেন।
advertisement
Apple-এর মতে, Legacy Contact নিরাপদ উপায়। কোনও Apple ব্যবহারকারী চাইলে তাঁর কোনও বিশ্বস্ত ব্যক্তিকে এই অধিকার দিতে পারেন, যাতে তিনি তাঁর Apple অ্যাকাউন্টের ডেটা অ্যাক্সেস করতে পারেন। তবে এটি শুধুমাত্র ব্যবহারকারীর মৃত্যুর পরই ব্যবহার করা যাবে। তাঁর মৃত্যুর পর ডেটা হস্তান্তরের জন্য Apple-কে অনুরোধ করতে হবে, সেই সময় মৃত্যুর শংসাপত্র এবং অন্য নথি জমা দিতে হবে।
iPhone, iPad বা Mac-এ কীভাবে Legacy Contact যুক্ত করা যাবে—
প্রথমে সেটিংসে গিয়ে নিজের নামের উপর আলতো চাপ দিতে হবে।
Sign-In & Security আলতো চাপ দিয়ে Legacy Contact-এ যেতে হবে।
সেখান থেকে Add Legacy Contact-এ যেতে হবে। এখানে ব্যবহারকারীর ফেসআইডি, টাচআইডি বা ডিভাইস পাসকোড যাচাই করতে হবে।
আরও পড়ুন: বাড়িতে সাতটা তেজপাতা পোড়ালে কী হবে জানেন? চমকে উঠবেন
Mac-র জন্য যা করতে হবে—
প্রথমে Apple মেনুতে গিয়ে System Settings-এ যেতে হবে। সেখানে Apple ID-তে ক্লিক করতে হবে।
এখান থেকে Sign-In গিয়ে Legacy Contact-এ ক্লিক করতে হবে।
Add Legacy-তে গিয়ে TouchID দিয়ে যাচাই করতে হবে।
মনে রাখতে হবে, মৃত্যুর শংসাপত্র না দিলে এই সুবিধা পাওয়া যাবে না। তাই জীবিত অবস্থায় এই ফিচার নিয়ে কোনও চিন্তা নেই। গোপনীয়তার অভাব হবে না।