TRENDING:

Technology News: ফোনের গ্যালারিতে কীভাবে WhatsApp-এর কনটেন্ট সেভ হওয়া বন্ধ করবেন, জেনে নিন টিপস

Last Updated:

বিশৃঙ্খলা দূর করতে, WhatsApp ফোনের গ্যালারিতে মিডিয়া সেভ করা বন্ধ করার মতো বিভিন্ন বিকল্প অফার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যবহারকারীরা WhatsApp-এ একটি মিডিয়া ফাইল ডাউনলোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হবে। মিডিয়া ভিজিবিলিটি অপশনটি ডিফল্টরূপে চালু থাকে এবং WhatsApp ইমেজের একটি ডেডিকেটেড ফোল্ডার থাকে। কেউ কেউ এই অতিরিক্ত ফোল্ডারটি পছন্দ নাও করতে পারেন, কারণ WhatsApp-এর মাধ্যমে পাঠানো সমস্ত ছবি রাখা বা এমনকি নিজেদের গ্যালারিতে দেখানোর যোগ্য নয়। তাই বিশৃঙ্খলা দূর করতে, WhatsApp ফোনের গ্যালারিতে মিডিয়া সেভ করা বন্ধ করার মতো বিভিন্ন বিকল্প অফার করে।
advertisement

ফোনের গ্যালারি পরিষ্কার রাখার উপায় –

– এর জন্য MORE OPTIONS – SETTINGS – CHATS অপশনে ক্লিক করতে হবে।

– এরপর MEDIA VISIBILITY অপশন চালু করতে হবে।

এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, এই সেটিংসটি পরিবর্তন করা শুধুমাত্র নতুন মিডিয়াকে প্রভাবিত করে, যা একবার বৈশিষ্ট্যটি চালু বা বন্ধ হয়ে গেলে ডাউনলোড করা হয়৷ এটি পুরনো মিডিয়ার জন্য প্রযোজ্য নয়।

advertisement

একটি নির্দিষ্ট চ্যাট থেকে মিডিয়া সেভ বন্ধ করার উপায় –

– ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ থেকে ইনকামিং মিডিয়া সেভ করার জন্য তাঁদের সেটিংস কনট্রোল করতে পারেন।

– এর জন্য একটি পৃথক চ্যাট বা গ্রুপ ওপেন করতে হবে।

– এরপর more options > View contact অথবা Group info অপশনে যেতে হবে।

advertisement

– বিকল্পভাবে, পরিচিতির নাম বা গ্রুপে ক্লিক করতে হবে।

– এরপর Media visibility > No > OK অপশনে ক্লিক করতে হবে।

অ্যান্ড্রয়েডে, মিডিয়া ফাইলগুলি স্বয়ংক্রিয়ভাবে WhatsApp মিডিয়া ফোল্ডারে সেভ হয়৷ ব্যবহারকারীরা WhatsApp ইমেজ ফোল্ডারে একটি .nomedia ফাইলও তৈরি করতে পারে, যা ফোনের গ্যালারি থেকে সমস্ত WhatsApp ফটো লুকিয়ে রাখবে।

advertisement

একটি .nomedia ফাইল তৈরি করার উপায় –

– গুগল প্লে স্টোর থেকে একটি ফাইল এক্সপ্লোরার ডাউনলোড করতে হবে।

– এরপর ফাইল এক্সপ্লোরারে, Images/WhatsApp Images/ অপশনে যেতে হবে।

– পিরিয়ড সহ .nomedia নামে একটি ফাইল তৈরি করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেউ যদি পরে নিজেদের ফোনের গ্যালারিতে নিজেদের ফটোগুলি দেখতে চায় তবে .nomedia ফাইলটি ডিলিট করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Technology News: ফোনের গ্যালারিতে কীভাবে WhatsApp-এর কনটেন্ট সেভ হওয়া বন্ধ করবেন, জেনে নিন টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল