ইচ্ছা থাকলেই হবে উপায়, খুশি হবে প্রিয়জনও। তাই এবারের ভ্যালেন্টাইন্স-ডে তে একেবারে অন্যরকমের এই উপহার তুলে দিতে পারেন ভালবাসার মানুষকে। জানা গিয়েছে, এ বছরের শেষ দিকে চাঁদে উড়ে যেতে পারে আপনার দেওয়া সেই নাম। ভাবছেন কীভাবে? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বছরের শেষ দিকে উৎক্ষেপণ করবে মুন রোভার ভাইপার। সেখানে চাঁদে নিজের নাম পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে নাসা।
advertisement
আরও পড়ুন: মেয়ের ছটফটানিতে গেঁথে গেল ছুরি, মেরে ৫০ মিটার দূরে মাথা ফেলল খুনি! একী কাণ্ড
২০২৪ সালের শেষ দিকে ফ্যালকন হেভি রকেটে চড়ে চাঁদে পৌঁছানোর কথা ভাইপারের। আর তাই এই নাম পাঠানো যাবে ১৫ মার্চ পর্যন্ত। চাঁদের বুকে নিজের নাম পাঠানোর সুযোগ দিতে “ফ্লাই ইওর নেম টু দ্যা মুন উইথ ভাইপার” নামের একটি প্রচারাভিযান শুরু করেছে নাসা। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা হওয়া নামগুলি পরবর্তী সময়ে ভাইপার রোভারের সঙ্গে যুক্ত করে চাঁদে পাঠানো হবে বলে নাসার তরফ থেকে ঘোষণা করা হয়েছে।
বিশ্বের মানুষকে এই রোমাঞ্চকর যাত্রার সঙ্গে যুক্ত করতেই এই অভিনব উদ্যাগ নাসার। আপনার দেওয়া নাম রোভারের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর ভূখণ্ড পরিভ্রমণ করবে। নাম নথিভুক্ত করার সঙ্গে সঙ্গে ভাইপার মিশনের ভার্চ্যুয়াল স্মারক হিসেবে ওয়েবসাইট থেকে বোর্ডিং পাস সংগ্রহ করতে পারবেন। যেখানে আপনার দেওয়া প্রিয়জনের নামও দেখা যাবে। www.nasa.gov লিংকে ঢুকে একটু খুঁজলেই দেখবেন বড় করে লেখা আছে, গেট বোর্ডিং পাস।
সেখানে ক্লিক করে নিজের নাম ও পিন বসাতে হবে। নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ আলাদা করে লিখতে হবে। অবশ্যই নাম লিখতে হবে ইংরেজিতে। এরপর ৪-৭ ডিজিটের পিন নম্বর দিতে হবে। পিন দিবেন আপনার পছন্দ মতো কিছু। এরপর, সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন, আপনার নাম চাঁদে পৌঁছনোর জন্য তৈরি হয়ে গিয়েছে।
প্রিয়জনের নাম চাঁদে পাঠানোর প্রমাণ স্বরূপ সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারবেন এই বোডিং পাস। নাসার বিজ্ঞানীদের আশা, ভাইপার মিশন সব বাধা পেরিয়ে অনেকের নাম নিয়ে সফলভাবে পৌঁছে যাবে চাঁদের দক্ষিণ মেরুতে। তাই আর অপেক্ষা না করে দ্রুত আপনার বা আপনার প্রিয়জনের নাম পাঠিয়ে দিন ভাইপারের ঠিকানায়, আর প্রিয়জনকেএই উপহার তুলে দিয়ে ভ্যালেন্টাইন্স ডে-কে করে তুলুন আরও আকর্ষণীয় ও স্পেশাল। রাতের আকাশে দেখা চাঁদের বুকে থেকে যাক আপনার ভালোবাসার স্মৃতি।
Rudra Nrayan Roy