অ্যাপ থেকে মোছার উপায়:
– Google Pay অ্যাপ ওপেন করে Profile সেকশনে যেতে হবে।
– স্ক্রল ডাউন করেআসতে হবে Settings-এ, সেখান থেকে বেছে নিতে হবে Privacy & Security।
– Data & Personalization-এ ট্যাপ করতে হবে। এবার বেছে নিতে হবে Google Account পেজে যাওয়ার জন্য গুগল অ্যাকাউন্টের লিঙ্কে ট্যাপ করতে হবে।
advertisement
আরও পড়ুন: শুক্রবার বনধের ডাক! মেট্রো চলবে তো? জানিয়ে দিল রেল কতৃপক্ষ, এখনই দেখে নিন
– Payments & Subscriptions হয়ে আসতে হবে Payment Info-তে, ট্যাপ করতে হবে Manage Experience-এ।
– Payments Transactions & Activity-র মধ্যে সব ট্রানজাকশনের তালিকা খুঁজে পাওয়া যাবে।
– একটা একটা করে ট্রানজাকশন মুছতে চাইলে সেগুলোর পাশের ক্রস বাটনে ট্যাপ করতে হবে।
– একসঙ্গে অনেকগুলো মুছতে চাইলে Delete অপশন বেছে নিতে হবে।
– এবার যেগুলো মোছা দরকার, তা সিলেক্ট করলে অ্যাপ থেকে সেই ট্রানজাকশন হিস্টরি উধাও হয়ে যাবে।
আরও পড়ুন: চিকিত্সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে
ডেস্কটপ থেকে মোছার উপায়:
– Google Account-এ যেতে হবে, ক্লিক করতে হবে Payments & Subscriptions-এ।
– স্ক্রল ডাউন করে আসতে হবে Payment Info-তে, ক্লিক করতে হবে Payments Transactions & Activity।
– এখানে ট্রানজাকশনের তালিকা খুঁজে পাওয়া যাবে, চাইলে একটা একটা করে মুছে ফেলা যায়।
– একসঙ্গে অনেকগুলো মুছতে চাইলে Delete অপশন বেছে নিতে হবে।
– এবার যেগুলো মোছা দরকার, তা সিলেক্ট করলে অ্যাপ থেকে সেই ট্রানজাকশন হিস্টরি উধাও হয়ে যাবে।
আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ
ব্যাক আপ নেওয়ার উপায়:
মোছার আগে চাইলে ট্রানজাকশন হিস্টরির ব্যাক আপ নেওয়া যায়। এক্ষেত্রে গুগল পে অ্যাকাউন্ট ডেটা এক্সপোর্টের উপায়টাও দেখে রাখা যাক।
– মোবাইল বা ডেস্কটপের ব্রাউজার খুলে Google Account-এ যেতে হবে।
– Data & Privacy সেকশনে আছে Download Your Data, ওটায় ক্লিক করতে হবে।
– Google Pay সিলেক্ট করে Next Step-এ ক্লিক করতে হবে।
– ট্রান্সফার মেথড, এক্সপোর্ট ফ্রিকোয়েন্সি, ফাইল টাইপ, ফাইল সাইজ এগুলো নিজের প্রয়োজনমতো বেছে নিয়ে Create Export-এ ক্লিক করতে হবে।